বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্পে ক্যানসার ধরা পড়ে আফজাল হোসেন অভিনীত চরিত্রটির। বোনম্যারো স্থানান্তর করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
কোনো একদিন নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।
গত সোমবার শেষ হয়েছে নাটকের শুটিং। শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। চয়নিকা বলেন, ‘আফজাল হোসেন ও মৌ হচ্ছেন আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাঁদের। একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ, সেটা তাঁর সঙ্গে কাজ না করলে পুরোপুরি বুঝতে পারতাম না। যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি। দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। প্রতিদিন শুটিং শেষ হতে প্রায় ১০টা বেজেছে। তবু কোনো অভিযোগ ছিল না তাঁদের। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাঁদের চাওয়া।’
প্রশংসা করলেন সৌম্য জ্যোতিরও। চয়নিকা বলেন, ‘সৌম্যর সঙ্গে এটাই প্রথম কাজ। প্রতিদিন সকাল ৮টায় সেটে হাজির হয়েছে সে। শেষ দিন এল আরও আগে। দারুণ অভিনয় করেছে। পুরোপুরি ডিরেক্টর আর্টিস্ট। আমার বিশ্বাস, তার অভিনয় দেখে দর্শক কাঁদবে। তৃণাও খুব ভালো করেছে। একেবারে চুপচাপ, অনটাইমে সেটে আসা, স্ক্রিপ্ট পড়ে আসা, সিনিয়রদের কথা শোনা—মোটকথা কোনো পেইন পাইনি ওর কাছ থেকে।’
কোনো একদিন নাটকটি নির্মিত হচ্ছে রঙ্গন মিউজিকের ব্যানারে। প্রযোজনা করছেন জামাল হোসেন। নির্মাতা জানান, আগামী ঈদুল ফিতরে প্রচারে আসবে নাটকটি।
ঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্পে ক্যানসার ধরা পড়ে আফজাল হোসেন অভিনীত চরিত্রটির। বোনম্যারো স্থানান্তর করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
কোনো একদিন নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।
গত সোমবার শেষ হয়েছে নাটকের শুটিং। শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। চয়নিকা বলেন, ‘আফজাল হোসেন ও মৌ হচ্ছেন আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাঁদের। একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ, সেটা তাঁর সঙ্গে কাজ না করলে পুরোপুরি বুঝতে পারতাম না। যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি। দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। প্রতিদিন শুটিং শেষ হতে প্রায় ১০টা বেজেছে। তবু কোনো অভিযোগ ছিল না তাঁদের। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাঁদের চাওয়া।’
প্রশংসা করলেন সৌম্য জ্যোতিরও। চয়নিকা বলেন, ‘সৌম্যর সঙ্গে এটাই প্রথম কাজ। প্রতিদিন সকাল ৮টায় সেটে হাজির হয়েছে সে। শেষ দিন এল আরও আগে। দারুণ অভিনয় করেছে। পুরোপুরি ডিরেক্টর আর্টিস্ট। আমার বিশ্বাস, তার অভিনয় দেখে দর্শক কাঁদবে। তৃণাও খুব ভালো করেছে। একেবারে চুপচাপ, অনটাইমে সেটে আসা, স্ক্রিপ্ট পড়ে আসা, সিনিয়রদের কথা শোনা—মোটকথা কোনো পেইন পাইনি ওর কাছ থেকে।’
কোনো একদিন নাটকটি নির্মিত হচ্ছে রঙ্গন মিউজিকের ব্যানারে। প্রযোজনা করছেন জামাল হোসেন। নির্মাতা জানান, আগামী ঈদুল ফিতরে প্রচারে আসবে নাটকটি।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
২ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
৩ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
৩ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৩ ঘণ্টা আগে