বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্পে ক্যানসার ধরা পড়ে আফজাল হোসেন অভিনীত চরিত্রটির। বোনম্যারো স্থানান্তর করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
কোনো একদিন নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।
গত সোমবার শেষ হয়েছে নাটকের শুটিং। শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। চয়নিকা বলেন, ‘আফজাল হোসেন ও মৌ হচ্ছেন আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাঁদের। একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ, সেটা তাঁর সঙ্গে কাজ না করলে পুরোপুরি বুঝতে পারতাম না। যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি। দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। প্রতিদিন শুটিং শেষ হতে প্রায় ১০টা বেজেছে। তবু কোনো অভিযোগ ছিল না তাঁদের। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাঁদের চাওয়া।’
প্রশংসা করলেন সৌম্য জ্যোতিরও। চয়নিকা বলেন, ‘সৌম্যর সঙ্গে এটাই প্রথম কাজ। প্রতিদিন সকাল ৮টায় সেটে হাজির হয়েছে সে। শেষ দিন এল আরও আগে। দারুণ অভিনয় করেছে। পুরোপুরি ডিরেক্টর আর্টিস্ট। আমার বিশ্বাস, তার অভিনয় দেখে দর্শক কাঁদবে। তৃণাও খুব ভালো করেছে। একেবারে চুপচাপ, অনটাইমে সেটে আসা, স্ক্রিপ্ট পড়ে আসা, সিনিয়রদের কথা শোনা—মোটকথা কোনো পেইন পাইনি ওর কাছ থেকে।’
কোনো একদিন নাটকটি নির্মিত হচ্ছে রঙ্গন মিউজিকের ব্যানারে। প্রযোজনা করছেন জামাল হোসেন। নির্মাতা জানান, আগামী ঈদুল ফিতরে প্রচারে আসবে নাটকটি।
ঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্পে ক্যানসার ধরা পড়ে আফজাল হোসেন অভিনীত চরিত্রটির। বোনম্যারো স্থানান্তর করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
কোনো একদিন নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।
গত সোমবার শেষ হয়েছে নাটকের শুটিং। শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। চয়নিকা বলেন, ‘আফজাল হোসেন ও মৌ হচ্ছেন আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাঁদের। একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ, সেটা তাঁর সঙ্গে কাজ না করলে পুরোপুরি বুঝতে পারতাম না। যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি। দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। প্রতিদিন শুটিং শেষ হতে প্রায় ১০টা বেজেছে। তবু কোনো অভিযোগ ছিল না তাঁদের। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাঁদের চাওয়া।’
প্রশংসা করলেন সৌম্য জ্যোতিরও। চয়নিকা বলেন, ‘সৌম্যর সঙ্গে এটাই প্রথম কাজ। প্রতিদিন সকাল ৮টায় সেটে হাজির হয়েছে সে। শেষ দিন এল আরও আগে। দারুণ অভিনয় করেছে। পুরোপুরি ডিরেক্টর আর্টিস্ট। আমার বিশ্বাস, তার অভিনয় দেখে দর্শক কাঁদবে। তৃণাও খুব ভালো করেছে। একেবারে চুপচাপ, অনটাইমে সেটে আসা, স্ক্রিপ্ট পড়ে আসা, সিনিয়রদের কথা শোনা—মোটকথা কোনো পেইন পাইনি ওর কাছ থেকে।’
কোনো একদিন নাটকটি নির্মিত হচ্ছে রঙ্গন মিউজিকের ব্যানারে। প্রযোজনা করছেন জামাল হোসেন। নির্মাতা জানান, আগামী ঈদুল ফিতরে প্রচারে আসবে নাটকটি।
স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
৬ ঘণ্টা আগেসোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি...
৭ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন...
৭ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ। আজ ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে