পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউডেও তিনি বেশ জনপ্রিয়। বিশেষ করে শাহরুখের সঙ্গে ‘রইস’ সিনেমা তাঁর জনপ্রিয়তার পারদ বাড়িয়ে দেয়। কখনোবা রণবীর কাপুরের সঙ্গে প্রেম নিয়েও পড়েছেন বিতর্কের মুখে। সম্প্রতি অভিনেত্রী তাঁর ব্যক্তিগত সংগ্রাম এবং পেশাগত চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। বিশেষ করে রণবীরের সঙ্গে তাঁর একটি ভাইরাল ছবি নিয়ে যে মানসিক অস্থিরতার মধ্যে পড়েছিলেন, তা উল্লেখ করেন।
মাহিরা খান ডিভোর্স পরবর্তী সিঙ্গেল মা হিসেবে জীবনযাপন এবং হিন্দি সিনেমায় কাজ করার ওপর নিষেধাজ্ঞার কারণে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এ নিয়ে কথা বলেন।
বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে এক সাক্ষাতে মাহিরা রণবীরের সঙ্গে ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খোলেন। হামসফার অভিনেত্রী বলেন, ‘যখন ভাইরাল ছবিটি দেখি তখন মনে হয়েছিল, ক্যারিয়ার শেষ।’
তার মানসিক অস্থিরতা নিয়ে কথা বলতে গিয়ে মাহিরা খান বলেন, ‘যখন ছবিগুলো ভাইরাল হয়, তখন বিবিসিতে ‘দ্য লিটল হোয়াইট ড্রেস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমি তখন সেই লেখার গুরুত্ব বুঝতে পারিনি। বরং আমি ভেবেছিলাম, আমার ক্যারিয়ার কি শেষ হয়ে গেল?’
‘সেই খবরে লেখা ছিল, এই মেয়ে এমন এক সাফল্য অর্জন করেছে যা পাকিস্তানে কেউ পায়নি। সব ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও সাফল্য, আর এখন সব শেষ। তার কী হবে? আমি তখন ভেবেছিলাম, বিপদ!’ বলেন, অভিনেত্রী।
মাহিরা আরও বলেন, ‘তখন আমি নিজেকে বলেছিলাম, তুমি কি পাগল? এটা শেষ হয়ে যাবে।’ হয়তো আমার ভেতরের ১৪ বছরের মেয়েটাই আমাকে বলেছিল। কিন্তু সত্যি বলতে, সেই সময়টা আমার জন্য খুব কঠিন ছিল। আমি বিছানা থেকে উঠতাম না, প্রতিদিন কাঁদতাম। এটা আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল। ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটে গিয়েছিল তখন।’
রণবীর কাপুরের সঙ্গে মাহিরার প্রেমের গুজব ছড়িয়ে পড়ে নিউ ইয়র্কের রাস্তায় তাঁদের একসঙ্গে ধূমপানের ছবি ভাইরাল হওয়ার পর থেকে। এর আগে দুজনকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুবাইয়ের গ্লোবাল টিচার প্রাইজ ইভেন্টে। খবর অনুযায়ী, সেই ভাইরাল ছবি ও সমালোচনার কারণে তাদের সম্পর্ক ফিকে হয়ে যায়।
তবে মাহিরা সব সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এবং জীবনে ইতিবাচক থাকতে চান বলেও জানান। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার সন্তান ও আমার জন্য যা ঠিক ছিল সেটা করেছি। পেশাগত দিক থেকে আমি চুপ ছিলাম, কারণ তখন কিছু বলার পরিস্থিতিতে ছিলাম না। তবে সব ব্র্যান্ড আমাকে সমর্থন করেছিল এবং বলেছিল, ‘আমরা তোমার সঙ্গে আছি।’
মাহিরা খান গত বছর সালিম করিমকে বিয়ে করেন। এর আগে তিনি ২০১৫ সালে আলি আসকারির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। তাদের ১৩ বছরের একমাত্র সন্তান আজলান রয়েছে। মাহিরাকে আগামী বছর নেটফ্লিক্সের সিরিজ ‘যো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’-তে ফাওয়াদ খান ও সানাম সাঈদের সঙ্গে দেখা যাবে।
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউডেও তিনি বেশ জনপ্রিয়। বিশেষ করে শাহরুখের সঙ্গে ‘রইস’ সিনেমা তাঁর জনপ্রিয়তার পারদ বাড়িয়ে দেয়। কখনোবা রণবীর কাপুরের সঙ্গে প্রেম নিয়েও পড়েছেন বিতর্কের মুখে। সম্প্রতি অভিনেত্রী তাঁর ব্যক্তিগত সংগ্রাম এবং পেশাগত চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। বিশেষ করে রণবীরের সঙ্গে তাঁর একটি ভাইরাল ছবি নিয়ে যে মানসিক অস্থিরতার মধ্যে পড়েছিলেন, তা উল্লেখ করেন।
মাহিরা খান ডিভোর্স পরবর্তী সিঙ্গেল মা হিসেবে জীবনযাপন এবং হিন্দি সিনেমায় কাজ করার ওপর নিষেধাজ্ঞার কারণে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এ নিয়ে কথা বলেন।
বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে এক সাক্ষাতে মাহিরা রণবীরের সঙ্গে ভাইরাল হওয়া ছবি নিয়ে মুখ খোলেন। হামসফার অভিনেত্রী বলেন, ‘যখন ভাইরাল ছবিটি দেখি তখন মনে হয়েছিল, ক্যারিয়ার শেষ।’
তার মানসিক অস্থিরতা নিয়ে কথা বলতে গিয়ে মাহিরা খান বলেন, ‘যখন ছবিগুলো ভাইরাল হয়, তখন বিবিসিতে ‘দ্য লিটল হোয়াইট ড্রেস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমি তখন সেই লেখার গুরুত্ব বুঝতে পারিনি। বরং আমি ভেবেছিলাম, আমার ক্যারিয়ার কি শেষ হয়ে গেল?’
‘সেই খবরে লেখা ছিল, এই মেয়ে এমন এক সাফল্য অর্জন করেছে যা পাকিস্তানে কেউ পায়নি। সব ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও সাফল্য, আর এখন সব শেষ। তার কী হবে? আমি তখন ভেবেছিলাম, বিপদ!’ বলেন, অভিনেত্রী।
মাহিরা আরও বলেন, ‘তখন আমি নিজেকে বলেছিলাম, তুমি কি পাগল? এটা শেষ হয়ে যাবে।’ হয়তো আমার ভেতরের ১৪ বছরের মেয়েটাই আমাকে বলেছিল। কিন্তু সত্যি বলতে, সেই সময়টা আমার জন্য খুব কঠিন ছিল। আমি বিছানা থেকে উঠতাম না, প্রতিদিন কাঁদতাম। এটা আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল। ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটে গিয়েছিল তখন।’
রণবীর কাপুরের সঙ্গে মাহিরার প্রেমের গুজব ছড়িয়ে পড়ে নিউ ইয়র্কের রাস্তায় তাঁদের একসঙ্গে ধূমপানের ছবি ভাইরাল হওয়ার পর থেকে। এর আগে দুজনকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুবাইয়ের গ্লোবাল টিচার প্রাইজ ইভেন্টে। খবর অনুযায়ী, সেই ভাইরাল ছবি ও সমালোচনার কারণে তাদের সম্পর্ক ফিকে হয়ে যায়।
তবে মাহিরা সব সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এবং জীবনে ইতিবাচক থাকতে চান বলেও জানান। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার সন্তান ও আমার জন্য যা ঠিক ছিল সেটা করেছি। পেশাগত দিক থেকে আমি চুপ ছিলাম, কারণ তখন কিছু বলার পরিস্থিতিতে ছিলাম না। তবে সব ব্র্যান্ড আমাকে সমর্থন করেছিল এবং বলেছিল, ‘আমরা তোমার সঙ্গে আছি।’
মাহিরা খান গত বছর সালিম করিমকে বিয়ে করেন। এর আগে তিনি ২০১৫ সালে আলি আসকারির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। তাদের ১৩ বছরের একমাত্র সন্তান আজলান রয়েছে। মাহিরাকে আগামী বছর নেটফ্লিক্সের সিরিজ ‘যো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’-তে ফাওয়াদ খান ও সানাম সাঈদের সঙ্গে দেখা যাবে।
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৩ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৫ ঘণ্টা আগেগত বছর জুনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ। সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন, চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের।
৮ ঘণ্টা আগেবাদল সরকারের পেশাগত নাম সুধীন্দ্রনাথ সরকার। নাটক লিখেছেন প্রায় ৬০টি। তিনি মনে করতেন, নাটক সমাজের দর্পণ হওয়া উচিত। বাংলা থিয়েটারে ষাটের দশকের শেষ দিকে ‘থার্ড থিয়েটার’ নামক একটি নতুন নাট্যধারার প্রবর্তন করেন বাদল সরকার। ‘থার্ড থিয়েটার’ সমকালে অভিনব ও ব্যতিক্রমধর্মী নাট্যরীতি হিসেবে সমাদৃত হয়।
৯ ঘণ্টা আগে