Ajker Patrika

মৃণাল সেনের স্মৃতি গেল শিকাগোয়

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৪: ৪১
Thumbnail image

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চিত্রনাট্য, পুরস্কার ও তাঁর সিনেমাসংশ্লিষ্ট সবকিছু চলে গেল শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। এখন থেকে মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করবে বিশ্ববিদ্যালয়টি।

আজ শুক্রবার সকালে ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন তাঁর ছেলে কুণাল সেন। দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন তিনি।

কুণাল সেনের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে- এতদিন চলচ্চিত্র শিল্পে মৃণাল সেনের যা অবদান ছিল, তার নথিপত্রের প্রায় কিছুই অবশিষ্ট নেই।

কুণালের কথায়, ‘স্মৃতিচারণ করার প্রতি অভক্তি অথবা নিছক আলস্য থেকে কোনো লেখালেখি যত্ন করে রাখেননি বাবা। এখন আমি জিনিসপত্র জড়ো করতে গিয়ে দেখলাম, কেবল তিনটি বাক্স ভর্তি হয়েছে। কিন্তু তাঁর ঘটনাবহুল জীবনের সাক্ষ্য কেবল তিনটি বাক্সে ভরে গেল, এটা ভাবতেই অবাক লাগছে! আর কিছু নেই!’

কয়েকটি ছবি ও পুরস্কার উদ্ধার করতে পেরেছেন কুণাল সেন। এছাড়া ছেলের সঙ্গে যেসব চি‌ঠি আদানপ্রদান হয়েছে, সেগুলো পাওয়া গেছে।

এর আগে কুণাল সেনের কাছ থেকে জানা গিয়েছিল, মৃণাল সেন তাঁর জীবদ্দশায় সমস্ত চিঠি, চিত্রনাট্য, পাণ্ডুলিপি পুরসভার ময়লার গাড়িতে তুলে দিয়েছিলেন। সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি।

মাসখানেক আগে শিকাগো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃণাল সেনের শেষ স্মৃতি সংরক্ষণের প্রস্তাব আসে কুণাল সেনের কাছে। এতে খুবই খুশি হয়েছেন বলে লিখেছেন তিনি। কুণালের কথায়, ‘আমি তাদের বিশেষ সংরক্ষণাগারটি দেখেছি। তাদের দীর্ঘ ঐতিহ্য সম্পর্কে জানি। আমি বিশ্বাস করি, তারা মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করতে পারবে।’

কুণাল সেনের ফেসবুক পোস্ট:

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত