নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজায় গণহত্যার প্রতিবাদে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে বলে জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আজ সোমবার সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই নতুন সময়সূচির কথা জানান।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। এ মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি। ‘‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।’
সংগঠনটির সভাপতি বলেন, ‘১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও ছিল। যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান ও আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব, সে জন্য ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’
এ্যানি বলেন, ‘বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, সে জন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।’
দুপুরে এ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত সংগঠনটির কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজায় গণহত্যার প্রতিবাদে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে বলে জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আজ সোমবার সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই নতুন সময়সূচির কথা জানান।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। এ মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি। ‘‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।’
সংগঠনটির সভাপতি বলেন, ‘১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও ছিল। যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান ও আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব, সে জন্য ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’
এ্যানি বলেন, ‘বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, সে জন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।’
দুপুরে এ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত সংগঠনটির কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এআই দিয়ে বানানো তারকাদের ভুয়া ছবি। এর প্রতিবাদ জানালেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, বললেন, এআই দিয়ে ছবি বিকৃতকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা উচিত।
৩০ মিনিট আগেদলছুট ব্যান্ডের ‘হৃদয়পুর’ অ্যালবামে ছিল ‘বৃষ্টি পড়ে’ গানটি। প্রকাশ পেয়েছিল ২০০০ সালে। ২৫ বছর পর নতুন সংগীতায়োজনের পাশাপাশি সুরেও কিছুটা ভিন্নতা এনেছেন বাপ্পা।
৩৯ মিনিট আগে‘সাইয়ারা’ সিনেমা দিয়ে আহান পান্ডের সঙ্গে বলিউডে অভিষেক হয়েছে অনিত পাড্ডার। প্রথম সিনেমাতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনিত। এত ভালোবাসা পেয়েও ভয়ে আছেন বলে জানালেন অনিত।
১ ঘণ্টা আগেনারীসংগ্রামের কঠিন বাস্তবতা আর জীবনবোধের পটভূমিতে তৈরি হয়েছে ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’। অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পী।
১ ঘণ্টা আগে