বিনোদন প্রতিবেদক, ঢাকা
সাধারণ ব্যক্তিরা সব সময় ক্ষমতাবানদের নির্যাতনের শিকার হয়। নিপীড়নের মাত্রা বেড়ে গেলে বিপ্লবের সৃষ্টি হয়। ক্ষমতার পরিবর্তন হয়, নেতৃত্বে আসে নতুন কেউ। কিন্তু সাধারণের ভাগ্যের পরিবর্তন হয় না। এমন প্রেক্ষাপটে জর্জ অরওয়েল লিখেছিলেন ‘অ্যানিমেল ফার্ম’। ঢাকার মঞ্চে আজ নাটকটি মঞ্চায়ন করবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে অ্যানিমেল ফার্ম মঞ্চস্থ করবে প্রাচ্যনাট স্কুলের ৪৭তম ব্যাচ। নাট্যরূপ ও নির্দেশনায় জগন্ময় পাল।
বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটারকর্মী তৈরিতে ২৪ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। ইতিমধ্যে এই স্কুলের ৪৬টি ব্যাচ তাদের কোর্স সম্পন্ন করেছে। আজ সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে ৪৭তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক ও থিয়েটারকর্মী সামিনা লুৎফা নিত্রা এবং লেখক ফিরোজ আহমেদ। সনদ বিতরণ শেষে প্রদর্শিত হবে অ্যানিমেল ফার্ম।
অ্যানিমেল ফার্ম নাটকের গল্পে দেখা যায় মি. জোন্স তার ফার্মের পশুদের ওপর দিনের পর দিন অবিচার করে আসছে। একদিন ফার্মের সবচেয়ে জ্ঞানী এবং বয়স্ক শূকর ‘বৃদ্ধ মেজর’ বিপ্লবের ডাক দেয়। সে এমন এক ফার্মের স্বপ্ন দেখায়, যেখানে সব পশু সমান অধিকার পাবে। কোনো পশুই ক্রীতদাস থাকবে না। কিছুদিন পরই বৃদ্ধ মেজর মারা যায়, কিন্তু থেমে থাকে না বিপ্লবের স্বপ্ন। এই বিপ্লবে নেতৃত্ব দেয় ফার্মের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শূকর, যাদের মধ্যে অন্যতম স্নোবল ও নেপোলিয়ন। একদিন সব পশু ঐক্যবদ্ধ হয়ে অতর্কিত আক্রমণের মাধ্যমে বিতাড়িত করে ফার্মের অত্যাচারী মালিক মি. জোন্সকে। তারপর শুরু হয় পশুদের রাজত্ব। ঘটনাক্রমে ক্ষমতাবান হয়ে ওঠে নেপোলিয়ন। ক্রমেই স্বৈরাচারী আচরণ শুরু করে সে। বায়ুকলের খরচ জোগানোর জন্য পশুদের খাবারের বরাদ্দ কমিয়ে দেওয়া, দৈনন্দিন কর্মঘণ্টা বৃদ্ধি করা, নেপোলিয়নের কথা না শুনলে বিদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার নিয়ম চালু হয়। ফার্মে ক্রমেই অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে।
সাধারণ ব্যক্তিরা সব সময় ক্ষমতাবানদের নির্যাতনের শিকার হয়। নিপীড়নের মাত্রা বেড়ে গেলে বিপ্লবের সৃষ্টি হয়। ক্ষমতার পরিবর্তন হয়, নেতৃত্বে আসে নতুন কেউ। কিন্তু সাধারণের ভাগ্যের পরিবর্তন হয় না। এমন প্রেক্ষাপটে জর্জ অরওয়েল লিখেছিলেন ‘অ্যানিমেল ফার্ম’। ঢাকার মঞ্চে আজ নাটকটি মঞ্চায়ন করবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে অ্যানিমেল ফার্ম মঞ্চস্থ করবে প্রাচ্যনাট স্কুলের ৪৭তম ব্যাচ। নাট্যরূপ ও নির্দেশনায় জগন্ময় পাল।
বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটারকর্মী তৈরিতে ২৪ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। ইতিমধ্যে এই স্কুলের ৪৬টি ব্যাচ তাদের কোর্স সম্পন্ন করেছে। আজ সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে ৪৭তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক ও থিয়েটারকর্মী সামিনা লুৎফা নিত্রা এবং লেখক ফিরোজ আহমেদ। সনদ বিতরণ শেষে প্রদর্শিত হবে অ্যানিমেল ফার্ম।
অ্যানিমেল ফার্ম নাটকের গল্পে দেখা যায় মি. জোন্স তার ফার্মের পশুদের ওপর দিনের পর দিন অবিচার করে আসছে। একদিন ফার্মের সবচেয়ে জ্ঞানী এবং বয়স্ক শূকর ‘বৃদ্ধ মেজর’ বিপ্লবের ডাক দেয়। সে এমন এক ফার্মের স্বপ্ন দেখায়, যেখানে সব পশু সমান অধিকার পাবে। কোনো পশুই ক্রীতদাস থাকবে না। কিছুদিন পরই বৃদ্ধ মেজর মারা যায়, কিন্তু থেমে থাকে না বিপ্লবের স্বপ্ন। এই বিপ্লবে নেতৃত্ব দেয় ফার্মের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শূকর, যাদের মধ্যে অন্যতম স্নোবল ও নেপোলিয়ন। একদিন সব পশু ঐক্যবদ্ধ হয়ে অতর্কিত আক্রমণের মাধ্যমে বিতাড়িত করে ফার্মের অত্যাচারী মালিক মি. জোন্সকে। তারপর শুরু হয় পশুদের রাজত্ব। ঘটনাক্রমে ক্ষমতাবান হয়ে ওঠে নেপোলিয়ন। ক্রমেই স্বৈরাচারী আচরণ শুরু করে সে। বায়ুকলের খরচ জোগানোর জন্য পশুদের খাবারের বরাদ্দ কমিয়ে দেওয়া, দৈনন্দিন কর্মঘণ্টা বৃদ্ধি করা, নেপোলিয়নের কথা না শুনলে বিদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার নিয়ম চালু হয়। ফার্মে ক্রমেই অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে