Ajker Patrika

নারীর ক্ষমতায়ন, অধিকার ও অস্তিত্বের লড়াইয়ের গল্প বলবে ‘জওয়ান’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২: ১২
নারীর ক্ষমতায়ন, অধিকার ও অস্তিত্বের লড়াইয়ের গল্প বলবে ‘জওয়ান’

শাহরুখ খানের ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা বেড়েই চলেছে। অতিরিক্ত চাহিদার চাপে বাড়ানো হয়েছে টিকিটের দাম, বেড়েছে শোর সংখ্যাও। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। বাদশাহর তিন দশকের ক্যারিয়ারে রেকর্ড! সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে জওয়ান’-এর অগ্রিম টিকিট।

মুক্তি সামনে রেখে নিয়মিতই ভক্তদের সঙ্গে ‘আস্কএসআরকে’ সেশন করছেন শাহরুখ খান। সেখানেই গতকাল রোববার সিডনি থেকে এক ভক্ত তাঁর কাছে জানতে চান ‘জওয়ান’ দেখে কী শিখতে পারবেন দর্শক? এর উত্তরে শাহরুখ জানিয়ে দেন এই সিনেমার ‘ইউএসপি’।

‘জওয়ান’ সিনেমার পোস্টারে নয়নতারা। ছবি: সংগৃহীতশাহরুখের উত্তর, ‘আমরা আমাদের চারপাশে যে পরিবর্তন চাই, আর সেটা আমরা নিজেরাই কীভাবে করতে সক্ষম, তা শেখাবে “জওয়ান”। নারীর ক্ষমতায়ন, অধিকার ও অস্তিত্বের লড়াইয়ের গল্প বলবে ‘‘জওয়ান’’।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ট্রেলার রিলিজের পর থেকেই শুরু হয়েছে ‘জওয়ান’-এর অগ্রিম বুকিং। আর প্রথম দিনেই ‘বুক মাই শো’য়ে প্রতিটি শোয়ের টিকিট দ্রুত শেষ হয়ে গেছে। অনেক প্রেক্ষাগৃহে ৩ হাজার রুপিতেও বিক্রি হচ্ছে টিকিট।

উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। শাহরুখ ছাড়াও বিজয় সেতুপতি, নয়নতারার মতো একাধিক দক্ষিণী তারকাও এতে অভিনয় করেছেন। তাই দক্ষিণেও ‘জওয়ান’-এর টিকিটের চাহিদা তুঙ্গে রয়েছে।

নারীর ক্ষমতায়ন, অধিকার ও অস্তিত্বের লড়াইয়ের গল্প বলবে ‘জওয়ান’। ছবি: সংগৃহীতএদিকে বাংলাদেশে মুক্তির প্রক্রিয়ায় ইতিমধ্যে সেনসর বোর্ডে জমা পড়েছে ‘জওয়ান’। এ সপ্তাহেই সিনেমাটি দেখে সিদ্ধান্ত জানাবে সেনসর কমিটি। আগামী ৭ সেপ্টেম্বরের আগেই সিনেমাটি সেনসর ছাড়পত্র পেতে পারে।

‘জওয়ান’ বাংলাদেশে আমদানির আবেদন করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। সবকিছু ঠিক থাকলে শাহরুখের ‘জওয়ান’ হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র, যা একই সঙ্গে রিলিজ হবে বাংলাদেশেও।

‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’ ও ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জওয়ানে শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত