Ajker Patrika

আইভিএফে গর্ভ ধরে একক মাতৃত্ব বেছে নিলেন ‘সুইট হোম’ অভিনেত্রী লি শি-ইয়ং

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০০: ৪৩
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি শি-ইয়ং। ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি শি-ইয়ং। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি শি-ইয়ং আবারও মাতৃত্বের পথে পা বাড়ালেন। তবে এবার একেবারে নিজের শর্তে, এককভাবে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। ‘সুইট হোম’খ্যাত এই কেড্রামা তারকা ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তাঁর এই নতুন যাত্রার কথা জানিয়েছেন। তাঁর কথাগুলো ইতিমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উষ্ণতা, শুভেচ্ছা ও ভালোবাসার ঢেউ তুলেছে।

লি জানিয়েছেন, বহু বছর আগে তাঁর ধনী উদ্যোক্তা স্বামী চো সুং-হিউনের সঙ্গে থাকার সময় তিনি দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সেই সময়ই একটি নিষিক্ত ভ্রূণ সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেই ভ্রূণ তখন গর্ভে প্রতিস্থাপন করা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব বাড়ে এবং অবশেষে বিচ্ছেদের পথেই তাঁরা এগিয়ে যান।

এই বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালেই ভ্রূণ সংরক্ষণের পাঁচ বছরের সময়সীমা শেষ হতে চলেছিল। সেই সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে লি শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্তে একাই এগিয়ে যান। ভ্রূণটি নিজের গর্ভে প্রতিস্থাপন করান। এই সিদ্ধান্তে তাঁর সাবেক হতে যাওয়া স্বামীর অনুমতি ছিল না। পরে লি এককভাবেই এই সন্তানের সব দায়িত্ব গ্রহণ করেন।

লি লিখেছেন, ‘আমি সব সময়ই আমার প্রথম সন্তান জং হিউকের দিকে তাকিয়ে থেকেছি। তার জন্মের সময়টা আমার জীবনের এক দুশ্চিন্তাময় অধ্যায় ছিল, আনন্দ নয়। আমি কখনো চাইনি সেই অনুশোচনার অভিজ্ঞতা আবার হোক। এই নতুন ভ্রূণটি আমার কাছে থাকার পরও যদি নষ্ট হয়ে যেত, আমি হয়তো নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমার বিবাহিত জীবন সহজ ছিল না, কিন্তু আমি টিকে ছিলাম; কারণ, আমার ছিল এক স্বর্গীয় সন্তান, যে আমাকে সুখ, আশার আলো আর ভালোবাসা দিয়েছিল।’

নতুন মাতৃত্বের যাত্রায় লি বলছেন, এবার তিনি বেছে নিয়েছেন ভালোবাসা, আনন্দ ও মানসিক শান্তিকে।

লি আরও জানান, ‘মা’ পরিচয় তাঁর কাছে শুধু একটি সম্পর্ক নয়; এটাই তাঁর জীবনের আসল অর্থ। তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য—প্রচণ্ড আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং অদম্য ভালোবাসা নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত