বিনোদন ডেস্ক
টেকনিশিয়ান ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে আবারও স্থবির হয়ে পড়েছে টালিউড। গত বছরের জুলাই থেকে চলছে দুই পক্ষের এই ইঁদুর-বিড়াল দৌড় খেলা। একবার ফেডারেশন কর্মবিরতির ডাক দিচ্ছে, আরেকবার পরিচালকেরা। সবশেষ গতকাল শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছেন পরিচালকেরা। হচ্ছে না কোনো শুটিং।
নতুন বছরের শুরুতেই আটকে যায় কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমার শুটিং। অজানা কারণে আটকে আছে জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজের কাজও। দুটি কাজের নেপথ্যে ফেডারেশন রয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই গত সপ্তাহে ছোট পর্দার পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ করে দেয় ফেডারেশন। এ অবস্থায় শ্রীজিতের পাশে দাঁড়িয়েছেন পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। কেন টেকনিশিয়ানরা কাজ বন্ধ করেছেন তার কোনো স্পষ্ট জবাব জানা নেই কারও। যেমন ছিল না কৌশিক গাঙ্গুলি ও জয়দীপের বেলায়। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন বলেন, ‘আমরা কেউ কারণটাই জানতে পারছি না। কার সঙ্গে কী নিয়ে কথা বলব, সেটাও বুঝতে পারছি না।’
পরিচালকদের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। কৌশিক গাঙ্গুলি, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায়ের শুটিংয়ের কাজ কেন বন্ধ করা হয়েছে, তা জানতে একাধিকবার ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন পরিচালকেরা। কিন্তু ফেডারেশন সেই আহ্বান উপেক্ষা করেছে। ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা না পেয়ে গতকাল শুক্রবার থেকে শুটিং ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকেরা। বৃহস্পতিবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সদস্যরা একটি বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিন পরিচালকরা তাঁদের বিবৃতিতে ফেডারেশনের উদ্দেশে কিছু শর্ত উপস্থাপন করেছেন। কেন একাধিক পরিচালককে ব্যান করা হচ্ছে, তার কারণ লিখিতভাবে জানাতে হবে ফেডারেশনকে। সেই সব পরিচালক যাতে অবিলম্বে কাজ শুরু করতে পারেন, তার ব্যবস্থাও করতে হবে। গত বছর টেকনিশিয়ান ও পরিচালকদের দ্বন্দ্বের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কোনো অবস্থাতেই যেন কাজ বন্ধ না করা হয়। তাহলে ফেডারেশন কেন সেই নির্দেশ অমান্য করে তিনজন পরিচালকের প্রজেক্টে টেকনিশিয়ানদের কাজ করতে দিল না? এই প্রশ্ন তুলেছেন পরিচালকেরা।
টেকনিশিয়ান ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে আবারও স্থবির হয়ে পড়েছে টালিউড। গত বছরের জুলাই থেকে চলছে দুই পক্ষের এই ইঁদুর-বিড়াল দৌড় খেলা। একবার ফেডারেশন কর্মবিরতির ডাক দিচ্ছে, আরেকবার পরিচালকেরা। সবশেষ গতকাল শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছেন পরিচালকেরা। হচ্ছে না কোনো শুটিং।
নতুন বছরের শুরুতেই আটকে যায় কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমার শুটিং। অজানা কারণে আটকে আছে জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজের কাজও। দুটি কাজের নেপথ্যে ফেডারেশন রয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই গত সপ্তাহে ছোট পর্দার পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ করে দেয় ফেডারেশন। এ অবস্থায় শ্রীজিতের পাশে দাঁড়িয়েছেন পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। কেন টেকনিশিয়ানরা কাজ বন্ধ করেছেন তার কোনো স্পষ্ট জবাব জানা নেই কারও। যেমন ছিল না কৌশিক গাঙ্গুলি ও জয়দীপের বেলায়। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন বলেন, ‘আমরা কেউ কারণটাই জানতে পারছি না। কার সঙ্গে কী নিয়ে কথা বলব, সেটাও বুঝতে পারছি না।’
পরিচালকদের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। কৌশিক গাঙ্গুলি, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায়ের শুটিংয়ের কাজ কেন বন্ধ করা হয়েছে, তা জানতে একাধিকবার ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন পরিচালকেরা। কিন্তু ফেডারেশন সেই আহ্বান উপেক্ষা করেছে। ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা না পেয়ে গতকাল শুক্রবার থেকে শুটিং ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকেরা। বৃহস্পতিবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সদস্যরা একটি বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিন পরিচালকরা তাঁদের বিবৃতিতে ফেডারেশনের উদ্দেশে কিছু শর্ত উপস্থাপন করেছেন। কেন একাধিক পরিচালককে ব্যান করা হচ্ছে, তার কারণ লিখিতভাবে জানাতে হবে ফেডারেশনকে। সেই সব পরিচালক যাতে অবিলম্বে কাজ শুরু করতে পারেন, তার ব্যবস্থাও করতে হবে। গত বছর টেকনিশিয়ান ও পরিচালকদের দ্বন্দ্বের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কোনো অবস্থাতেই যেন কাজ বন্ধ না করা হয়। তাহলে ফেডারেশন কেন সেই নির্দেশ অমান্য করে তিনজন পরিচালকের প্রজেক্টে টেকনিশিয়ানদের কাজ করতে দিল না? এই প্রশ্ন তুলেছেন পরিচালকেরা।
এ বিষয়ে প্রসূন বলেন, ‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’
১ ঘণ্টা আগেবাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া...
৫ ঘণ্টা আগে১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
১৪ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
১৪ ঘণ্টা আগে