জয়ার চারদিকে যেন খুশির জোয়ার। গত মঙ্গলবার হাতে পেলেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে তিন ইন্ডাস্ট্রির তিন সিনেমা নিয়ে জয়া আহসান হাজির হচ্ছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (ইফি)তে। ২০ থেকে ২৮ নভেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠেয় এই উৎসবে প্রদর্শিত হবে জয়া অভিনীত ঢালিউডের সিনেমা ‘ফেরেশতে’, টালিউডের ‘অর্ধাঙ্গিনী’ ও বলিউডের ‘কড়ক সিং’। উৎসবে ফেরেশতে ও কড়ক সিং সিনেমা দুটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
গত বছর জয়া শেষ করেছিলেন ফেরেশতে সিনেমার শুটিং। শাহীন সুলতানার প্রযোজনায় এটি বানিয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশজমজম। সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে ফেরেশতে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতি চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা, যা বিশ্ব দরবারে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদেরও মুগ্ধ করবে।’ জয়া আহসানের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। এবার ইফিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা একমাত্র বাংলাদেশি সিনেমা ফেরেশতে। উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি।
অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে গত বছরের শেষ দিকে জয়া নাম লিখিয়েছেন বলিউডে। এ বছরের শেষে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে জয়া আহসানের প্রথম হিন্দি সিনেমা কড়ক সিং। এমনটা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল, জি ফাইভের আগে ইফিতে প্রিমিয়ার হবে সিনেমাটির। গতকাল সিনেমার নতুন পোস্টার শেয়ার করে এই খবর জানিয়েছেন জয়া। প্রকাশিত পোস্টারে প্রথমবার দেখা গেল প্রথম হিন্দি সিনেমায় জয়ার লুক। শাড়ি পরা সাদাসিধে লুকেই পাওয়া গেল অভিনেত্রীকে। কড়ক সিং সিনেমায় মুখ্য চরিত্রে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন বলিউড অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা কড়ক সিং। এ সিনেমা দিয়ে বলিউডের পাশাপাশি ওটিটিতে যাত্রা শুরু হবে জয়ার।
দেশের পাশাপাশি ১০ বছরের বেশি সময় ধরে টালিউডে কাজ করছেন জয়া আহসান। এ বছরের জুনে টালিউডে মুক্তি পায় তাঁর অর্ধাঙ্গিনী। নারীকেন্দ্রিক গল্পের এ সিনেমায় জয়ার সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি। বানিয়েছেন কৌশিক গাঙ্গুলী। কৌশিকের পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা এটি। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। বক্সঅফিসে দারুণ ব্যবসা করে অর্ধাঙ্গিনী। উৎসবের প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় প্রর্দশিত হবে অর্ধাঙ্গিনী।
জয়ার চারদিকে যেন খুশির জোয়ার। গত মঙ্গলবার হাতে পেলেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে তিন ইন্ডাস্ট্রির তিন সিনেমা নিয়ে জয়া আহসান হাজির হচ্ছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (ইফি)তে। ২০ থেকে ২৮ নভেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠেয় এই উৎসবে প্রদর্শিত হবে জয়া অভিনীত ঢালিউডের সিনেমা ‘ফেরেশতে’, টালিউডের ‘অর্ধাঙ্গিনী’ ও বলিউডের ‘কড়ক সিং’। উৎসবে ফেরেশতে ও কড়ক সিং সিনেমা দুটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
গত বছর জয়া শেষ করেছিলেন ফেরেশতে সিনেমার শুটিং। শাহীন সুলতানার প্রযোজনায় এটি বানিয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশজমজম। সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে ফেরেশতে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতি চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা, যা বিশ্ব দরবারে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদেরও মুগ্ধ করবে।’ জয়া আহসানের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। এবার ইফিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা একমাত্র বাংলাদেশি সিনেমা ফেরেশতে। উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি।
অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে গত বছরের শেষ দিকে জয়া নাম লিখিয়েছেন বলিউডে। এ বছরের শেষে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে জয়া আহসানের প্রথম হিন্দি সিনেমা কড়ক সিং। এমনটা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল, জি ফাইভের আগে ইফিতে প্রিমিয়ার হবে সিনেমাটির। গতকাল সিনেমার নতুন পোস্টার শেয়ার করে এই খবর জানিয়েছেন জয়া। প্রকাশিত পোস্টারে প্রথমবার দেখা গেল প্রথম হিন্দি সিনেমায় জয়ার লুক। শাড়ি পরা সাদাসিধে লুকেই পাওয়া গেল অভিনেত্রীকে। কড়ক সিং সিনেমায় মুখ্য চরিত্রে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন বলিউড অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতী। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা কড়ক সিং। এ সিনেমা দিয়ে বলিউডের পাশাপাশি ওটিটিতে যাত্রা শুরু হবে জয়ার।
দেশের পাশাপাশি ১০ বছরের বেশি সময় ধরে টালিউডে কাজ করছেন জয়া আহসান। এ বছরের জুনে টালিউডে মুক্তি পায় তাঁর অর্ধাঙ্গিনী। নারীকেন্দ্রিক গল্পের এ সিনেমায় জয়ার সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি। বানিয়েছেন কৌশিক গাঙ্গুলী। কৌশিকের পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা এটি। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। বক্সঅফিসে দারুণ ব্যবসা করে অর্ধাঙ্গিনী। উৎসবের প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় প্রর্দশিত হবে অর্ধাঙ্গিনী।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে