বিনোদন প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক পটপরিবর্তনের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে স্থবিরতা। তবে ২০২৫ সালের প্রথম দিনেই এসেছে নতুন সিনেমার খবর। আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে আলোক হাসান বানাবেন ‘টগর’ নামের সিনেমা। এটি আদর-দীঘি জুটির প্রথম সিনেমা। ১ জানুয়ারি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় টগরের।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে পাওয়া গেল ধুন্ধুমার অ্যাকশনের আভাস। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে আদর। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দীঘি। দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে মারে আদর—এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে টিজার ভিডিওটি।
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে...টগর।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টগর সিনেমার শুটিং। এ বছরেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
২০২৪ সালের প্রথম দিনেও এসেছিল আদর আজাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ‘লীলা’ নামের সেই সিনেমাও পরিচালনা করার কথা ছিল আলোক হাসানের। সে সময় ঈদুল আজহায় মুক্তির কথা জানানো হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি সিনেমাটির।
লীলার টিজারের সঙ্গেও মিল আছে টগরের। দুটি টিজার পুরোপুরি অ্যাকশনধর্মী। চারদিকে আগুন, নায়কের হাতে কুড়াল, একাই শেষ করে দিচ্ছেন শত্রুপক্ষকে। তবে এবারের টিজারে ভায়োলেন্স যেন আরও বেশি। তাহলে লীলাই কি টগর হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা আলোক হাসান বলেন, ‘না, দুটি একেবারে ভিন্ন প্রজেক্ট। অ্যাকশনধর্মী হলেও ভিন্ন গল্প।’
লীলা প্রসঙ্গে নির্মাতা জানান, নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। সিনেমাটির কাজ আবার শুরু হবে। তবে টগরের কাজ আগে হবে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে স্থবিরতা। তবে ২০২৫ সালের প্রথম দিনেই এসেছে নতুন সিনেমার খবর। আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে আলোক হাসান বানাবেন ‘টগর’ নামের সিনেমা। এটি আদর-দীঘি জুটির প্রথম সিনেমা। ১ জানুয়ারি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় টগরের।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে পাওয়া গেল ধুন্ধুমার অ্যাকশনের আভাস। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে আদর। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দীঘি। দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে মারে আদর—এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে টিজার ভিডিওটি।
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে...টগর।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টগর সিনেমার শুটিং। এ বছরেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
২০২৪ সালের প্রথম দিনেও এসেছিল আদর আজাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ‘লীলা’ নামের সেই সিনেমাও পরিচালনা করার কথা ছিল আলোক হাসানের। সে সময় ঈদুল আজহায় মুক্তির কথা জানানো হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি সিনেমাটির।
লীলার টিজারের সঙ্গেও মিল আছে টগরের। দুটি টিজার পুরোপুরি অ্যাকশনধর্মী। চারদিকে আগুন, নায়কের হাতে কুড়াল, একাই শেষ করে দিচ্ছেন শত্রুপক্ষকে। তবে এবারের টিজারে ভায়োলেন্স যেন আরও বেশি। তাহলে লীলাই কি টগর হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা আলোক হাসান বলেন, ‘না, দুটি একেবারে ভিন্ন প্রজেক্ট। অ্যাকশনধর্মী হলেও ভিন্ন গল্প।’
লীলা প্রসঙ্গে নির্মাতা জানান, নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। সিনেমাটির কাজ আবার শুরু হবে। তবে টগরের কাজ আগে হবে।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৫ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৫ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৫ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে