বিনোদন প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক পটপরিবর্তনের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে স্থবিরতা। তবে ২০২৫ সালের প্রথম দিনেই এসেছে নতুন সিনেমার খবর। আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে আলোক হাসান বানাবেন ‘টগর’ নামের সিনেমা। এটি আদর-দীঘি জুটির প্রথম সিনেমা। ১ জানুয়ারি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় টগরের।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে পাওয়া গেল ধুন্ধুমার অ্যাকশনের আভাস। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে আদর। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দীঘি। দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে মারে আদর—এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে টিজার ভিডিওটি।
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে...টগর।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টগর সিনেমার শুটিং। এ বছরেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
২০২৪ সালের প্রথম দিনেও এসেছিল আদর আজাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ‘লীলা’ নামের সেই সিনেমাও পরিচালনা করার কথা ছিল আলোক হাসানের। সে সময় ঈদুল আজহায় মুক্তির কথা জানানো হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি সিনেমাটির।
লীলার টিজারের সঙ্গেও মিল আছে টগরের। দুটি টিজার পুরোপুরি অ্যাকশনধর্মী। চারদিকে আগুন, নায়কের হাতে কুড়াল, একাই শেষ করে দিচ্ছেন শত্রুপক্ষকে। তবে এবারের টিজারে ভায়োলেন্স যেন আরও বেশি। তাহলে লীলাই কি টগর হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা আলোক হাসান বলেন, ‘না, দুটি একেবারে ভিন্ন প্রজেক্ট। অ্যাকশনধর্মী হলেও ভিন্ন গল্প।’
লীলা প্রসঙ্গে নির্মাতা জানান, নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। সিনেমাটির কাজ আবার শুরু হবে। তবে টগরের কাজ আগে হবে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সিনেমা ইন্ডাস্ট্রিতে চলছে স্থবিরতা। তবে ২০২৫ সালের প্রথম দিনেই এসেছে নতুন সিনেমার খবর। আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে আলোক হাসান বানাবেন ‘টগর’ নামের সিনেমা। এটি আদর-দীঘি জুটির প্রথম সিনেমা। ১ জানুয়ারি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় টগরের।
১ মিনিট দৈর্ঘ্যের টিজারে পাওয়া গেল ধুন্ধুমার অ্যাকশনের আভাস। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ। এর মধ্য থেকে একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছে আদর। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে দীঘি। দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী। সেই অস্ত্র দিয়েই আক্রমণকারীকে কুপিয়ে মারে আদর—এমন উত্তেজনা আর থ্রিল দিয়ে তৈরি হয়েছে টিজার ভিডিওটি।
টগর প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। ফেসবুকে টিজার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে...টগর।’
আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টগর সিনেমার শুটিং। এ বছরেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
২০২৪ সালের প্রথম দিনেও এসেছিল আদর আজাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। ‘লীলা’ নামের সেই সিনেমাও পরিচালনা করার কথা ছিল আলোক হাসানের। সে সময় ঈদুল আজহায় মুক্তির কথা জানানো হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি সিনেমাটির।
লীলার টিজারের সঙ্গেও মিল আছে টগরের। দুটি টিজার পুরোপুরি অ্যাকশনধর্মী। চারদিকে আগুন, নায়কের হাতে কুড়াল, একাই শেষ করে দিচ্ছেন শত্রুপক্ষকে। তবে এবারের টিজারে ভায়োলেন্স যেন আরও বেশি। তাহলে লীলাই কি টগর হয়ে আসছে—এমন প্রশ্নের জবাবে নির্মাতা আলোক হাসান বলেন, ‘না, দুটি একেবারে ভিন্ন প্রজেক্ট। অ্যাকশনধর্মী হলেও ভিন্ন গল্প।’
লীলা প্রসঙ্গে নির্মাতা জানান, নানা কারণে লীলার কাজ স্থগিত হয়েছিল। সিনেমাটির কাজ আবার শুরু হবে। তবে টগরের কাজ আগে হবে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৮ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৮ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৮ ঘণ্টা আগে