অনলাইন ডেস্ক
ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিশ্বখ্যাত কোপাকাবানা সৈকত শনিবার রাতে রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। কারণ মার্কিন পপ সুপারস্টার লেডি গাগা সেখানে একটি ফ্রি কনসার্ট উপহার দিয়েছেন। আয়োজকেরা দাবি করেছেন, ঐতিহাসিক এই অনুষ্ঠানে লোক সমাগম হয়েছে ২১ লাখেরও বেশি।
রোববার সিএনএন জানিয়েছে, কনসার্ট উপলক্ষে সকাল থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করে সৈকতে। সুবিধাজনক জায়গা দখল করাই ছিল তাঁদের উদ্দেশ্য। স্থানীয় কর্তৃপক্ষের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানটি দেখতে বহু মানুষ দেশ-বিদেশ থেকেও ছুটে আসেন।
লুকাস নামে এক দর্শক সিএনএনকে জানান, তাঁর মতে এবারের জনসমাগম আগের বছরের ম্যাডোনার কনসার্টের তুলনায় অনেক বেশি। তরুণ চলচ্চিত্র নির্মাতা লুকাস বলেন, ‘শহরটা এবার আরও বেশি ভিড়াক্রান্ত মনে হচ্ছে। তবে আমি খুবই উত্তেজিত।’
ভক্তদের অনেকেই এই কনসার্টে লেডি গাগার জনপ্রিয় গানগুলোর অনুপ্রেরণায় বিশেষ পোশাকে সেজে আসেন। কারও সাজে ফুটে উঠেছে ‘পোকার ফেস’ কেউবা সেজেছিলেন ‘বর্ন দিস ওয়ে’ বা ‘ব্যাড রোমান্স’-এর বেশে। নিজের ভক্তদের লেডি গাগা ‘লিটল মনস্টারস’ নামে ডাকেন।
এই কনসার্ট ছিল লেডি গাগার নতুন অ্যালবাম ‘ম্যাহেম’-এর প্রচারণার অংশ। ৩৯ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী এর আগে মেক্সিকো সিটিতে দুটি কনসার্ট করেছেন।
রিও কনসার্টের আগের রাতে হঠাৎ করেই গাগা সৈকতে উপস্থিত হন এক রিহার্সালের জন্য, যা দর্শকদের জন্য ছিল এক বিশাল চমক। করতালির মাঝে তিনি বলেন, ‘আমি তোমাদের অনেক মিস করেছি।’
২০১২ সালের পর এই প্রথম ব্রাজিলে পারফর্ম করলেন গাগা। কনসার্টের শুরুতেই তিনি বলেন, ‘আমি জানি এটা কোনো পূর্ণাঙ্গ শো নয়, কিন্তু এটা একেবারে সত্যিকারের শো-এর মতো লাগছে!’ এরপরই তিনি শুরু করেন তাঁর জনপ্রিয় গান ‘আলেজান্দ্রো’।
শনিবার রাতে সেই শোতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার এক পর্যটক আব্রিল। সিএনএনকে তিনি বলেন, ‘আসলে কোপাকাবানার এই আবহটাই অসাধারণ। রিও মানেই উৎসব, রিও মানেই জাদুকরী মুহূর্ত।’
ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিশ্বখ্যাত কোপাকাবানা সৈকত শনিবার রাতে রূপ নিয়েছিল এক জনসমুদ্রে। কারণ মার্কিন পপ সুপারস্টার লেডি গাগা সেখানে একটি ফ্রি কনসার্ট উপহার দিয়েছেন। আয়োজকেরা দাবি করেছেন, ঐতিহাসিক এই অনুষ্ঠানে লোক সমাগম হয়েছে ২১ লাখেরও বেশি।
রোববার সিএনএন জানিয়েছে, কনসার্ট উপলক্ষে সকাল থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করে সৈকতে। সুবিধাজনক জায়গা দখল করাই ছিল তাঁদের উদ্দেশ্য। স্থানীয় কর্তৃপক্ষের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানটি দেখতে বহু মানুষ দেশ-বিদেশ থেকেও ছুটে আসেন।
লুকাস নামে এক দর্শক সিএনএনকে জানান, তাঁর মতে এবারের জনসমাগম আগের বছরের ম্যাডোনার কনসার্টের তুলনায় অনেক বেশি। তরুণ চলচ্চিত্র নির্মাতা লুকাস বলেন, ‘শহরটা এবার আরও বেশি ভিড়াক্রান্ত মনে হচ্ছে। তবে আমি খুবই উত্তেজিত।’
ভক্তদের অনেকেই এই কনসার্টে লেডি গাগার জনপ্রিয় গানগুলোর অনুপ্রেরণায় বিশেষ পোশাকে সেজে আসেন। কারও সাজে ফুটে উঠেছে ‘পোকার ফেস’ কেউবা সেজেছিলেন ‘বর্ন দিস ওয়ে’ বা ‘ব্যাড রোমান্স’-এর বেশে। নিজের ভক্তদের লেডি গাগা ‘লিটল মনস্টারস’ নামে ডাকেন।
এই কনসার্ট ছিল লেডি গাগার নতুন অ্যালবাম ‘ম্যাহেম’-এর প্রচারণার অংশ। ৩৯ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী এর আগে মেক্সিকো সিটিতে দুটি কনসার্ট করেছেন।
রিও কনসার্টের আগের রাতে হঠাৎ করেই গাগা সৈকতে উপস্থিত হন এক রিহার্সালের জন্য, যা দর্শকদের জন্য ছিল এক বিশাল চমক। করতালির মাঝে তিনি বলেন, ‘আমি তোমাদের অনেক মিস করেছি।’
২০১২ সালের পর এই প্রথম ব্রাজিলে পারফর্ম করলেন গাগা। কনসার্টের শুরুতেই তিনি বলেন, ‘আমি জানি এটা কোনো পূর্ণাঙ্গ শো নয়, কিন্তু এটা একেবারে সত্যিকারের শো-এর মতো লাগছে!’ এরপরই তিনি শুরু করেন তাঁর জনপ্রিয় গান ‘আলেজান্দ্রো’।
শনিবার রাতে সেই শোতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার এক পর্যটক আব্রিল। সিএনএনকে তিনি বলেন, ‘আসলে কোপাকাবানার এই আবহটাই অসাধারণ। রিও মানেই উৎসব, রিও মানেই জাদুকরী মুহূর্ত।’
এ বিষয়ে প্রসূন বলেন, ‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’
৬ ঘণ্টা আগেবাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া...
৯ ঘণ্টা আগে১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
১৮ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
১৮ ঘণ্টা আগে