Ajker Patrika

মরগান ফ্রিম্যানের পছন্দের সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আপনার প্রিয় সিনেমা কোনটি? বিনোদনমূলক ওয়েবসাইট আইজিএন-এর পক্ষ থেকে করা এ প্রশ্ন শুনেই অভিনেতা মরগান ফ্রিম্যান চটপট উত্তর দিলেন, ‘মুলা রুজ’। ২০০১ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী এ সিনেমা ছাড়াও তাঁর পছন্দের টিভি সিরিজ ‘অল ইন দ্য ফ্যামিলি’।

মুলা রুজ

এক কবি আর এক ক্যাবারে ড্যান্সারের গল্প। প্রেক্ষাপট ১৯০০ সালের প্যারিস শহর। ক্রিশ্চিয়ান নামের এক ইংরেজ কবি বোহেমিয়ান মুভমেন্টে যোগ দেওয়ার জন্য প্যারিসে যায়। শহরের সবচেয়ে বড় নাইট ক্লাব মুলা রুজে গিয়ে সেখানকার ড্যান্সার স্যাটিনকে দেখে মুগ্ধ হয়। তার প্রেমে পড়ে। বাজ লুহরমান পরিচালিত সিনেমাটিতে এ দুই চরিত্রে অভিনয় করেছেন ইওয়ান ম্যাকগ্রেগর ও নিকোল কিডম্যান। সিনেমাটি নিয়ে মরগান ফ্রিম্যান বলেন, ‘পরিচালক বাজ লুহরম্যান যা করেছেন এ সিনেমায়, তা সত্যিই অসাধারণ। পোশাক, নাচ, সংগীত, সম্পাদনা—সব মিলিয়ে অনবদ্য কাজ। সিনেমাটি নিয়ে দুই ধরনের আলোচনা দেখা যায়। অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। তবে আমার মনে হয়, দর্শকদের এই বিভক্তি যেকোনো মহৎ শিল্পের লক্ষণ।’

অল ইন দ্য ফ্যামিলি

আমেরিকান সিটকম টেলিভিশন সিরিজটি ১৯৭১ থেকে ১৯৭৯ সালে প্রচারিত হয় সিবিএস চ্যানেলে। এখনো অন্যতম সেরা আমেরিকান টিভি সিরিজ হিসেবে গণ্য করা হয় অল ইন দ্য ফ্যামিলিকে। কঠোর ধর্মবিশ্বাসী আর্চি বাঙ্কার, তার স্ত্রী এডিথ এবং তাদের মেয়ে গ্লোরিয়া ও জামাই মাইককে নিয়ে সিরিজের গল্প। আর্চির রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং পরিবারের অন্য সদস্যদের প্রগতিশীল চিন্তার মাধ্যমে তৎকালীন নানা সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যঙ্গ করা হয়েছে এ সিরিজে। অল ইন দ্য ফ্যামিলি নিয়ে মরগান ফ্রিম্যানের মন্তব্য, ‘এটা আমার কাছে সর্বকালের সবচেয়ে পছন্দের অনুষ্ঠান। এমনকি বর্তমান সময়ের জন্যও এটি সমান প্রাসঙ্গিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

ঝোপ বুঝে কোপ মারা বাংলাদেশে আর হবে না: রাষ্ট্রদূত আনসারী

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত