Ajker Patrika

ভারত সুন্দরীর মুকুট জিতলেন ১৯ বছরের নন্দিনী

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৪: ০৫
ভারত সুন্দরীর মুকুট জিতলেন ১৯ বছরের নন্দিনী

এবারের মিস ইন্ডিয়ার মুকুট জিতেছেন রাজস্থানের ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা। গতকাল শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতে বসেছিল মিস ইন্ডিয়া ২০২৩-এর জমকালো আসর। সেখানেই জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে।

অফিশিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি ক্যাপশনসহ পোস্ট করে লেখা হয়— ‘বিশ্ব-তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তাঁর সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছে। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাঁকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আমরা আপনাদের জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য গর্বিত। আপনি সারা জীবন এ রকমই উজ্জ্বল থাকুন।’

মিস ইন্ডিয়ার মুকুট জিতেছেন রাজস্থানের ১৯ বয়সী নন্দিনী গুপ্তাদিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ হয়েছেন এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।

মিস ইন্ডিয়া সংস্থা জানায়, নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি রতন টাটা। মানবতার জন্য যিনি সবকিছু করেন এবং এর বেশির ভাগই দাতব্য কাজে দান করেন। 

মিস ইন্ডিয়ার মুকুট জিতেছেন রাজস্থানের ১৯ বয়সী নন্দিনী গুপ্তাঅন্যদিকে নন্দিনী জানান, তিনি অনুসরণ করেন প্রিয়াংকা চোপড়াকেও। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তাঁর জীবনে অনুপ্রাণিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত