আহনাফ তাহমিদ ফাইয়াজ
আজ ২০ অক্টোবর। দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’।
বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন হলেও প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ দেড় শ বছরের পুরোনো ইতিহাস। বাংলাদেশের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬ দফা ও ১১ দফার আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং এ বছরের ছাত্র-জনতার আন্দোলনে জবির দারুণ ভূমিকা আছে।
জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল শুরু থেকে। জুলাই বিপ্লবে এ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, ১৭ ব্যাচের অন্ত, অনিকসহ আরও অনেকে গুরুতর আহত হন। আন্দোলনে সক্রিয় থাকায় পুলিশের গোয়েন্দা সংস্থা আটক করে নিয়ে অমানবিক নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবীকে।
কেরানীগঞ্জ ক্যাম্পাস
কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন করে একনেক। প্রায় ২০০ একর জমির ওপর এর নিজস্ব ক্যাম্পাস তৈরির প্রক্রিয়া চলমান।
গবেষণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সিমাগো ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রসায়নবিষয়ক গবেষণা সূচকে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান শীর্ষে। এ ছাড়া এই সূচকে বিশ্বে জবির অবস্থান ৭১৫তম। ২০২৪-২৫ অর্থবছরে গবেষণা খাতে তিন গুণ বরাদ্দ বাড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের প্রত্যাশা
কর্তৃপক্ষের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা বিশাল। বিশ্ববিদ্যালয়টির আবাসনসংকটের দ্রুত অবসান গুরুত্বের প্রথমে রয়েছে। আছে দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ শেষ করে ক্লাস শুরু করার দাবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়ানোর দাবি করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আছে পরিবহনসংকট সমাধানের দাবি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যেও সংস্কারের ঢেউ লেগেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা ক্যাম্পাসে আর লেজুড়বৃত্তির রাজনীতি দেখতে চান না। জকসু বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।
উপাচার্য যা বললেন
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমাদের একটাই প্রত্যাশা, এই বিশ্ববিদ্যালয় জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিক্ষক-শিক্ষার্থীরা এখানে গবেষণা, লেখাপড়া করবে। আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে, গবেষণা, জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে উপযুক্ত হয়ে গড়ে উঠবে।’
আজ ২০ অক্টোবর। দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’।
বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন হলেও প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ দেড় শ বছরের পুরোনো ইতিহাস। বাংলাদেশের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬ দফা ও ১১ দফার আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং এ বছরের ছাত্র-জনতার আন্দোলনে জবির দারুণ ভূমিকা আছে।
জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল শুরু থেকে। জুলাই বিপ্লবে এ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, ১৭ ব্যাচের অন্ত, অনিকসহ আরও অনেকে গুরুতর আহত হন। আন্দোলনে সক্রিয় থাকায় পুলিশের গোয়েন্দা সংস্থা আটক করে নিয়ে অমানবিক নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবীকে।
কেরানীগঞ্জ ক্যাম্পাস
কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন করে একনেক। প্রায় ২০০ একর জমির ওপর এর নিজস্ব ক্যাম্পাস তৈরির প্রক্রিয়া চলমান।
গবেষণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সিমাগো ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রসায়নবিষয়ক গবেষণা সূচকে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান শীর্ষে। এ ছাড়া এই সূচকে বিশ্বে জবির অবস্থান ৭১৫তম। ২০২৪-২৫ অর্থবছরে গবেষণা খাতে তিন গুণ বরাদ্দ বাড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীদের প্রত্যাশা
কর্তৃপক্ষের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা বিশাল। বিশ্ববিদ্যালয়টির আবাসনসংকটের দ্রুত অবসান গুরুত্বের প্রথমে রয়েছে। আছে দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ শেষ করে ক্লাস শুরু করার দাবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বাড়ানোর দাবি করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আছে পরিবহনসংকট সমাধানের দাবি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যেও সংস্কারের ঢেউ লেগেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা ক্যাম্পাসে আর লেজুড়বৃত্তির রাজনীতি দেখতে চান না। জকসু বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।
উপাচার্য যা বললেন
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমাদের একটাই প্রত্যাশা, এই বিশ্ববিদ্যালয় জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিক্ষক-শিক্ষার্থীরা এখানে গবেষণা, লেখাপড়া করবে। আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে, গবেষণা, জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে উপযুক্ত হয়ে গড়ে উঠবে।’
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ স্কলারশিপ-২০২৬ আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা অর্থায়িত বৃত্তিটির আওতায় বিশ্ববিদ্যাল থেকে এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের কেমব্রিজ শহরে...
১৭ ঘণ্টা আগেগুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া শুরু হচ্ছে ৩ আগস্ট। যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যেই নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর ১১ আগস্ট থেকে সারা দেশ
১ দিন আগেময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
২ দিন আগেজুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে "July- beyond boundaries" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...
২ দিন আগে