Ajker Patrika

ঢাকায় মালয়েশিয়া এডুকেশন ফেয়ার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় মালয়েশিয়া এডুকেশন ফেয়ার শুরু

রাজধানী ঢাকায় ছয় দিনব্যাপী ‘মালয়েশিয়া এডুকেশন ফেয়ার ২০২৫’ শুরু হয়েছে। ১৮ জুলাই শুরু হওয়া এই শিক্ষামেলা চলবে ২৪ জুলাই পর্যন্ত। ঢাকা ছাড়া মেলাটি পর্যায়ক্রমে চট্টগ্রাম ও খুলনায় অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণকে আরও এগিয়ে নিতে আয়োজিত ‘স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার ২০২৫’-এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. সুহাদা ওসমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উচ্চশিক্ষা বিস্তারে মালয়েশিয়ার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এগুলো হতে পারে উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য।’

শিক্ষামেলার আয়োজন করেছে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ইএমজিএস। শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন এই আয়োজনে।

আরও উপস্থিত ছিলেন ইএমজিএসের রিজিওনাল ম্যানেজার (সাউথ এশিয়া) মইন উদ-দীন আহমেদ খান, কেপিজে হেলথকেয়ার বারহাদের চিফ মার্কেটিং অফিসার শিরীন আযলি, ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে ইভেন্টটির স্থানীয় আয়োজক প্রতিষ্ঠান ‘নলেজ হাব’-এর চেয়ারম্যান ও সিইও আরিফ সায়েদ।

ঢাকার বনানীর হোটেল সারিনায় মেলা অনুষ্ঠিত হয় ১৮ ও ১৯ জুলাই। এরপর ২১ জুলাই খুলনার হোটেল ক্যাসল সালাম এবং ২৪ জুলাই চট্টগ্রামের হোটেল দ্য পেনিনসুলায় মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানান, মেলায় অংশ নিয়েছে মালয়েশিয়ার ১৫টির বেশি শীর্ষ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি মালয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ইউসিএসআই, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, এসইজিআই এবং কয়েকটি প্রতিষ্ঠান।

আরিফ সায়েদ বলেন, ‘মেলায় আবেদনকারী শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। যেমন ফ্রি এয়ার টিকিট, নতুন ল্যাপটপ এবং গুডি ব্যাগ।’

এ ছাড়া মেলার বিশেষ পর্বে ঢাকার প্রায় ১৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি, এইচএসসি, এ-লেভেল ও ও-লেভেলের কৃতী শিক্ষার্থীদের মধ্যে ‘হাই অ্যাচিভারস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত