Ajker Patrika

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চলছে ‘ফার্মা কার্নিভ্যাল’

বিজ্ঞপ্তি  
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চলছে ‘ফার্মা কার্নিভ্যাল’। ছবি: সংগৃহীত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চলছে ‘ফার্মা কার্নিভ্যাল’। ছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী (৩-৪ ডিসেম্বর) বর্ণাঢ্য ‘ফার্মা কার্নিভ্যাল ২০২৪’ আয়োজন করা হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের পেশাজীবী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে নতুন প্রযুক্তির উদ্ভাবন, জ্ঞানের বিতরণ এবং কমিউনিটির মিলন মেলা হিসেবে আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে।

ফার্মা কার্নিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান, উপউপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক এবং ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে খলিলুর রহমান জাতীয় ওষুধনীতিতে যেন জনস্বার্থ রক্ষা হয় সে বিষয়ে সবাইকে আওয়াজ তুলতে আহ্বান জানান। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ফার্মাসিস্টদের জোরদার ভূমিকা প্রত্যাশা করেন।

এই অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কসমেটিক কোম্পানিসহ মোট ৩৭টি প্রতিষ্ঠান বিভিন্ন স্টলের মাধ্যমে পণ্য ও প্রযুক্তির প্রদর্শন করছে। কার্নিভ্যালে সেমিনার, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং ১১ জন প্রখ্যাত ফার্মাসিস্টের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা রয়েছে। এসব আলোচনায় ফার্মাসি শিল্পের চ্যালেঞ্জ এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া কার্নিভ্যালে শিক্ষার্থীরা পোস্টার প্রদর্শনী, ফার্মা অলিম্পিয়াড, ৩ মিনিটের থিসিস প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত