Ajker Patrika

কলেজে সীমানা প্রাচীর চাই

নাজমুল হাসান আনান
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৩৪
Thumbnail image

বাংলার প্রাচীন নিদর্শন পুণ্ড্রনগর বা মহাস্থানগড়ের ইতিহাস জড়ানো বগুড়া জেলা। এ জেলায় সুপরিচিত ও বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ। কলেজটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে কামারগাড়ীতে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ কলেজের মধ্যে এই কলেজ অন্যতম।

আজিজুল হক কলেজটি পড়াশোনায় এগিয়ে থাকলেও বর্তমানে শিক্ষার্থীদের জন্য অনেকটাই অনিরাপদ হয়ে উঠছে। এর অন্যতম কারণ এটির এক পাশে ভাঙা প্রাচীর থাকলেও অন্য পাশগুলোয় কোনো সীমানাপ্রাচীর নেই। আর এই সুযোগে বহিরাগত লোকজন অবাধে ঢুকছে ক্যাম্পাসে। একের পর এক অধ্যক্ষ আসেন, চলে যান কিন্তু সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেন না কেউই। এ কারণে অনেক শিক্ষার্থীকে হয়রানির শিকার হতে হয়।

সন্ধ্যা হলেই ক্যাম্পাসে ছিনতাইকারীদের আনাগোনা বাড়ে। অনেক শিক্ষার্থী ছিনতাইয়ের কবলে পড়েন। এই অবস্থায়, কলেজ কর্তৃপক্ষের প্রতি আবেদন, ক্যাম্পাসের সীমানাপ্রাচীর অতিসত্বর নির্মাণ করার ব্যবস্থা করা হোক। সব শিক্ষার্থীর পরিচয়পত্র প্রদর্শন করে কলেজে প্রবেশ করার নিয়ম চালু করা খুবই জরুরি। সেই সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের নিয়মিত মনিটরিং করা দরকার। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।

নাজমুল হাসান আনান, শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত