নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘জালিয়াতি ও অনিয়ম’ নিয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের বিবৃতিকে ‘দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। সংগঠনটি বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যবস্থাপনা-সংক্রান্ত ছোটখাটো ত্রুটি ছাড়া নির্বাচনকে বা ভোটারকে প্রভাবিত করতে পারে—এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউনিভার্সিটি টিচার্স লিংকের নজরে আসেনি।
আজ শনিবার দুপুরে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে হতাশাজনক বিবৃতি দিয়েছে। নির্বাচন পরিচালনায় অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকদের হাতে ছিল, তখন নিজেদের বিবৃতিতে নির্বাচনে “জালিয়াতি ও অনিয়ম” হয়েছে দাবি করা—এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়ে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে।’
তিনি বলেন, ডাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। অথচ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্রসংগঠন ও শিক্ষকদের ফোরাম বা সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা শুরু করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের যুগ্ম আহ্বায়ক জুবায়ের ড. এহসানুল হক, অধ্যাপক মুনিরা জাহান, কোষাধ্যক্ষ এইচ এম মোশাররফ হোসেন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘জালিয়াতি ও অনিয়ম’ নিয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের বিবৃতিকে ‘দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। সংগঠনটি বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যবস্থাপনা-সংক্রান্ত ছোটখাটো ত্রুটি ছাড়া নির্বাচনকে বা ভোটারকে প্রভাবিত করতে পারে—এমন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউনিভার্সিটি টিচার্স লিংকের নজরে আসেনি।
আজ শনিবার দুপুরে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে হতাশাজনক বিবৃতি দিয়েছে। নির্বাচন পরিচালনায় অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকদের হাতে ছিল, তখন নিজেদের বিবৃতিতে নির্বাচনে “জালিয়াতি ও অনিয়ম” হয়েছে দাবি করা—এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়ে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে।’
তিনি বলেন, ডাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। অথচ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্রসংগঠন ও শিক্ষকদের ফোরাম বা সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা শুরু করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের যুগ্ম আহ্বায়ক জুবায়ের ড. এহসানুল হক, অধ্যাপক মুনিরা জাহান, কোষাধ্যক্ষ এইচ এম মোশাররফ হোসেন প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে পাঁচটি কেন্দ্রে ২৭ হাজার ৫১৬ জনের মধ্যে ১৭ হাজার ৭১৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৬৫ শতাংশ।
১০ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাস কেন্দ্রে চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এ কেন্দ্রে মোট ১২৪টি ভোট পড়েছে। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর পক্ষ থেকে প্রতিক্রিয়া সামনে এসেছে। প্যানেলগুলো একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ-প্রতিক্রিয়া ছাড়াও প্রশাসনের ভূমিকাকেও দুষছে।
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। তবে এর আধা ঘণ্টা আগে থেকে বিবিএ অনুষদ ভবনের সামনে ছাত্রদল ও শিবিরের নেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া ভোট গণনা শুরুর পর এলইডি প্রজেক্টরে লাইন বিচ্ছিন্ন হওয়াকে কেন
১৪ ঘণ্টা আগে