নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ভোট চুরির’ অভিযোগ এনে সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করে তারা। এ সময় তারা ‘জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’ এবং ‘প্রশাসন ভোট চোর’ স্লোগান দেয়।
আবিদ বলেন, ‘নির্বাচনে কারচুপির প্রমাণ আমরা রোকেয়া হলে এবং অমর একুশে হলে পেয়েছি। এই সন্দেহের জায়গা থেকে ভোট গণনা যখন শুরু হয়, আমরা বলেছিলাম, রোকেয়া হলে ভোট গণনার সময় প্রার্থীদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হোক। কিন্তু তা করা হয়নি। তারা স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করেনি। সবকিছু মিলিয়ে দুই ঘণ্টা আমাদের দাঁড় করিয়ে রেখে হঠাৎ করে তারা বলল, “ঠিক আছে, এবার আপনারা দেখে আসুন।”
‘এর মানে আমাদের যে সন্দেহ ছিল, সেই সন্দেহ আর প্রমাণিত হওয়ার বাকি রইল না যে নির্বাচনে কারচুপি হয়েছে।’
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশে এই ভিপি প্রার্থী বলেন, ‘আপনাদের প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, যেভাবে কারচুপিগুলো হয়েছে, তার সঠিক তদন্ত ছাড়া যে ফলাফল হবে, সেই ফলাফল নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ভোট চুরির’ অভিযোগ এনে সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করে তারা। এ সময় তারা ‘জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’ এবং ‘প্রশাসন ভোট চোর’ স্লোগান দেয়।
আবিদ বলেন, ‘নির্বাচনে কারচুপির প্রমাণ আমরা রোকেয়া হলে এবং অমর একুশে হলে পেয়েছি। এই সন্দেহের জায়গা থেকে ভোট গণনা যখন শুরু হয়, আমরা বলেছিলাম, রোকেয়া হলে ভোট গণনার সময় প্রার্থীদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হোক। কিন্তু তা করা হয়নি। তারা স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করেনি। সবকিছু মিলিয়ে দুই ঘণ্টা আমাদের দাঁড় করিয়ে রেখে হঠাৎ করে তারা বলল, “ঠিক আছে, এবার আপনারা দেখে আসুন।”
‘এর মানে আমাদের যে সন্দেহ ছিল, সেই সন্দেহ আর প্রমাণিত হওয়ার বাকি রইল না যে নির্বাচনে কারচুপি হয়েছে।’
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশে এই ভিপি প্রার্থী বলেন, ‘আপনাদের প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, যেভাবে কারচুপিগুলো হয়েছে, তার সঠিক তদন্ত ছাড়া যে ফলাফল হবে, সেই ফলাফল নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি।’
ডাকসু নির্বাচনে সচেতন শিক্ষার্থী প্যানেল মনোনীত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী জুয়াইরিয়া আক্তার তামান্নার স্বামী ও প্রার্থীর প্রতিনিধি দেওয়ান মুহাম্মাদ তাজিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দিবাগত রাতে প্রেস বিবৃবিতে সংগঠনটি এই নিন্দা জানায়।
১৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল...
৩২ মিনিট আগেছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করে বলেছেন, নিয়ম ছিল প্রার্থীরা যেতে পারবে, তারা (বিএনপি ও শিবিরের প্রার্থী) গিয়েছে, কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি। কেন আমাদের যেতে দেওয়া হলো না? কারণ, এই নির্বাচনে বিএনপিপন্থী ও জামায়াতপন্থী শিক্ষকদের অনেকে...
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের আইন ভাঙার অভিযোগ তুলেছেন প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি বলেছেন, ‘এমন ঘটনাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
১ ঘণ্টা আগে