Ajker Patrika

ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান আইএইউপির কোষাধ্যক্ষ নির্বাচিত

ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান আইএইউপির কোষাধ্যক্ষ নির্বাচিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সবুর খান ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ২০২৭-২০৩০ মেয়াদকালের জন্য কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে সবুর খান এ ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন। 

গত ১৫ অক্টোবর বেইজিং কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত আইএইউপির সাধারণ পরিষদের সভা চলাকালীন এ ঘোষণা দেওয়া হয়। নবনির্বাচিত নেতৃত্বের দলে আরও রয়েছেন সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (চীন) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শন চেন, যিনি ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ২০২৭-২০৩০ মেয়াদকালের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তানিওকা গাকুয়েন এডুকেশন ফাউন্ডেশনের (জাপান) ভাইস চ্যান্সেলর তাতসুরো তানিওকা, যিনি ওই মেয়াদে আইএইউপির মহাসচিবের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের সভাপতিদের প্রতিনিধিদের সঙ্গে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ ৫৩টি দেশের প্রায় ৭০০ জন অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দেন। 

বিদায়ী সভাপতি মেক্সিকোর সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ফার্নান্দো লিওন-গার্সিয়া নবনির্বাচিত কর্মকর্তাদের উষ্ণ স্বাগত জানান এবং বিশ্বব্যাপী উচ্চ শিক্ষা খাতে আরও বৃদ্ধি এবং প্রভাবের দিকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসকে চালিত করার ক্ষমতার প্রতি তাঁর দৃঢ় আস্থা প্রকাশ করেন। 

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) একটি নেতৃস্থানীয় বিশ্বব্যাপী সংস্থা যার প্রধান কার্যালয় ইউএন প্লাজা নিউটর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের নেতাদের মধ্যে জ্ঞানের আদান-প্রদান, সর্বোত্তম অনুশীলন এবং সহযোগিতার প্রচারে এ সংস্থা নিবেদিত। সংস্থাটি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সিনিয়র নেতাদের বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে উচ্চ শিক্ষার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত