Ajker Patrika

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে নৈতিকতার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে নৈতিকতার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৈতিকতার বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ‘ইথিক্যাল ভ্যালুজ: ডাইভারসিটি, রেসপেক্ট অ্যান্ড ফেয়ারনেস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়। 

কর্মশালায় মিজানুর রহমান ইথিকসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার বিধি, আচরণ, সততা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কী রকম সম্পর্ক হওয়া উচিত তা নিয়ে আলোকপাত করেন। 
 
ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষক, কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়া কর্তব্য। তিনি তাঁর বিভিন্ন দেশে শিক্ষকতার অভিজ্ঞতা তুলে ধরে সততার সঙ্গে সবাইকে কাজ করার জন্য নির্দেশনা দেন।’ 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের ডিরেক্টর, ডিন, বিভাগীয় ও অফিস প্রধানেরা, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। আইকিউএসির ডিরেক্টর প্রফেসর মো. সারওয়ার মোর্শেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত