Ajker Patrika

জবির ভর্তির আবেদন শেষ আজ

শিক্ষা ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে আজ ৩০ ডিসেম্বর। ভর্তিচ্ছুরা সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবদনের সুযোগ পাবেন। ১৭ ডিসেম্বর এ প্রক্রিয়া শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিষয় পছন্দক্রম ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে। এখন শুধু ছবি ও স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

এর আগে ১৫ ডিসেম্বর প্রাথমিক আবেদনপ্রক্রিয়া শেষ হয়। এর মধ্যে প্রতিটি ইউনিট থেকে যোগ্য ৪০ হাজার প্রার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। ভর্তির জন্য সব ইউনিট মিলিয়ে ১ লাখ ৭৮ হাজারের বেশি প্রাথমিক আবেদন জমা পড়েছে।

প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে (‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’) আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে আসন অনুপাতে ৪০ হাজার প্রার্থীকে বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে।

প্রাথমিকভাবে বাছাই করা প্রত্যেক ইউনিটের ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটার সুবিধা পাবেন। এ শর্ত পোষ্য কোটাসহ সব কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত