Ajker Patrika

টঙের গান পেল ‘জয় বাংলা অ্যাওয়ার্ড’

কে এম হিমেল আহমেদ, বেরোবি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ০৭
টঙের গান পেল ‘জয় বাংলা অ্যাওয়ার্ড’

ক্যাম্পাসের বিভিন্ন ভবন, ক্যাফেটেরিয়া অথবা বিভিন্ন সড়কে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা গানে গানে প্রচার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকসংগীতনির্ভর গানের দল ‘টঙের গান’। সম্প্রীতির বার্তা প্রচারের জন্য ‘জয় বাংলা অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করে গানের দলটির।

সম্প্রতি এই অর্জনের মধ্য দিয়ে নতুন মাত্রা যোগ হয়েছে টঙের গানে। এর আগে ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’ নামের আইডিয়া শেয়ারিং প্ল্যাটফর্মে ‘গানের মাধ্যমে সম্প্রীতি ছড়াই’ শীর্ষক আইডিয়া শেয়ার করে চ্যাম্পিয়ন হয় দলটি। ঢাকায় ইউএনডিপির একটি অনুষ্ঠানে দেশসেরা কণ্ঠশিল্পীদের সঙ্গে স্টেজ পারফর্ম করেছে টঙের গান। তাদের স্বপ্ন লোকসংগীতকে বাঁচিয়ে রাখা। ইতিমধ্যে ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক ভিন্নতা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে নিজেদের উদ্ভাবনী চিন্তাশক্তি কাজে লাগিয়ে টঙের গান দেশ ও দেশের বাইরে হাজারো তরুণ-তরুণীর কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

লোকসংগীতনির্ভর ব্যান্ডটির জন্য কাজ করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গানপাগল কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তাঁদের মধ্যে আছেন গীতিকার ও বাদ্যযন্ত্রশিল্পী আইয়ুব আলী, গীতিকার সাজু বাঙালি, আলিফ ও ফরিদ। দলটির লিড ভোকালিস্ট আবির। এ ছাড়া দফ বাজান শাকিল, বাংলা ঢোল ফুয়াদ, বাঁশি দিপু, মেলোডিকা প্রিতম এবং কাহন বাজান মুবিন।

লোকসংগীত ব্যান্ডটির ব্যবস্থাপক নাজমুল হুদা নিমু বলেন, ‘আমাদের চাওয়া, এ দেশ শান্তি ও সম্প্রীতির হয়ে উঠুক। এ সমাজে উঁচু-নিচু, ধনী-গরিব, সাদা-কালো সবাই সমান। এ দেশ হয়ে উঠুক ধর্মনিরপেক্ষ দেশ।’

মাহমুদুল হাসান আবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে অনেক বড় প্রাপ্তির জায়গা আমার সংগঠন। আমরা খুব আনন্দিত হয়েছি। এভাবেই বেরোবি এগিয়ে যাবে বিশ্বদরবারে। আমাদের গান শুনে যাঁরা অনুপ্রাণিত হন, সবাইকে এই পুরস্কার উৎসর্গ করছি। সবাই আসুন, এগিয়ে যাই সম্প্রীতির বাংলাদেশ গড়বার কাজে।’

টঙের গানের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান আবিরের মা মরিয়ম বেগম বলেন, ‘এ রকম একটা ভাগ্য হয়েছে যে আমার সন্তান “জয় বাংলা” পুরস্কার পেয়েছে। ছেলের এ সাফল্যে আমি খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত