Ajker Patrika

আইইউবিএটিতে বিশ্ব খাদ্য দিবস উদ্‌যাপন

আইইউবিএটিতে বিশ্ব খাদ্য দিবস উদ্‌যাপন

বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বিশ্ব খাদ্য দিবস ২০২৪ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে কৃষি বিজ্ঞান অনুষদের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। সম্মানিত অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টার্স (পিসিআর) ইউনিটের হেড অব পার্টনারশিপ কুন লি এবং আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. এম সালাহউদ্দিন এম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম এনডিসি এবং বাংলাদেশ ফুড সেফটি (খাদ্য শিল্প ও উৎপাদন) এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব। 

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবিএটির কৃষি বিজ্ঞান অনুষদের ডিন মো. শহীদুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

বিশ্ব খাদ্য দিবস উদ্‌যাপন উপলক্ষে আইইউবিএটির কৃষি অনুষদের শিক্ষার্থীরা আয়োজন করেন মেলা। মেলায় ছিল ঐতিহ্যবাহী খাবারের বাহারি সমাহার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত