ক্যাম্পাস ডেস্ক
মানুষের জীবনধারায় এখন প্রয়োজন বহুমুখী। সেই দাবি পূরণের জন্য জীবন যাপনের ধরন বদলে গেছে। ফটোগ্রাফি একালে বিলাস নয়। ছবির মাধ্যমে একদিকে যেমন শিল্পীর সাধনা চলে, অন্যদিকে প্রয়োজনীয় তথ্য সংগৃহীত ও সংরক্ষিত থাকে। স্মৃতি সংরক্ষণের কার্যকর মাধ্যম হচ্ছে ফটোগ্রাফি বা আলোকচিত্র। এটি শেখার জন্য তৈরি হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ফটোগ্রাফি ক্লাব। ছবি ইতিহাসের ধারক। ইতিহাস চর্চায় আলোকচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একজন ফটোগ্রাফার শিল্পী ও মনোযোগী গবেষক। তিনি অনুভব, অনুভূতির দৃশ্য সন্ধান ও সেগুলোকে ক্যামেরাবন্দী করেন। অন্যদিকে ছবির মাধ্যমে অনেক তথ্য সংরক্ষিত হয়। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আলোকচিত্রের বৈচিত্র্যময় শক্তি শিক্ষার্থীদের হাতেকলমে শেখানোর উদ্দেশ্যে গড়ে তুলেছে ফটোগ্রাফি ক্লাব। ক্লাবটি ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
স্কুল-কলেজের খুদে শিক্ষার্থীদের আলোকচিত্র-সম্পর্কিত প্রতিভাকে বিকশিত করার কাজ করছে ফটোগ্রাফি ক্লাবটি। সুন্দর কোনো মুহূর্ত দেখলে সেটা ফ্রেমবন্দী করার জন্য কম্পোজিশন, আলোর ব্যবহার, রং ইত্যাদি বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয় এখানে। এ ছাড়া একটা ছবিকে কীভাবে মূল্যায়ন করতে হবে, তা-ও শেখানো হয়।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, ‘ফটোগ্রাফি একটি অভিনব শিল্প। শিক্ষার্থীদের এই শিল্প সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি। জীবনের অভিজ্ঞতা অনেক সময় ফ্রেমবন্দী রাখা সম্ভব। ফটোগ্রাফির মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিগত জীবনের অনেক ঘটনাবহুল সময় ধারণ করে
রাখার সুযোগ থাকে।’
ক্লাব মডারেটর ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন জাবেদ বলেন, ‘দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বেশ মেধাবী ও যুগ সচেতন। জীবনের নানা সময়ে ছবি তুলে সংগ্রহ করা প্রয়োজন হয়ে পড়ে। এ ছাড়া ফটোশিল্প অতীতের স্মৃতিকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সে জন্য ফটোগ্রাফি খুব প্রয়োজন।’
ক্লাব থেকে প্রতি মাসে ওয়ার্কশপ এবং ফটো ওয়াকের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিটি অনুষ্ঠানেই এখন ক্লাবের মেম্বাররা ফটোগ্রাফি করে থাকে। ক্লাবের সদস্যরা এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক পুরস্কার এবং ১৮টি জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জন করেছে।
মানুষের জীবনধারায় এখন প্রয়োজন বহুমুখী। সেই দাবি পূরণের জন্য জীবন যাপনের ধরন বদলে গেছে। ফটোগ্রাফি একালে বিলাস নয়। ছবির মাধ্যমে একদিকে যেমন শিল্পীর সাধনা চলে, অন্যদিকে প্রয়োজনীয় তথ্য সংগৃহীত ও সংরক্ষিত থাকে। স্মৃতি সংরক্ষণের কার্যকর মাধ্যম হচ্ছে ফটোগ্রাফি বা আলোকচিত্র। এটি শেখার জন্য তৈরি হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ফটোগ্রাফি ক্লাব। ছবি ইতিহাসের ধারক। ইতিহাস চর্চায় আলোকচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একজন ফটোগ্রাফার শিল্পী ও মনোযোগী গবেষক। তিনি অনুভব, অনুভূতির দৃশ্য সন্ধান ও সেগুলোকে ক্যামেরাবন্দী করেন। অন্যদিকে ছবির মাধ্যমে অনেক তথ্য সংরক্ষিত হয়। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আলোকচিত্রের বৈচিত্র্যময় শক্তি শিক্ষার্থীদের হাতেকলমে শেখানোর উদ্দেশ্যে গড়ে তুলেছে ফটোগ্রাফি ক্লাব। ক্লাবটি ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
স্কুল-কলেজের খুদে শিক্ষার্থীদের আলোকচিত্র-সম্পর্কিত প্রতিভাকে বিকশিত করার কাজ করছে ফটোগ্রাফি ক্লাবটি। সুন্দর কোনো মুহূর্ত দেখলে সেটা ফ্রেমবন্দী করার জন্য কম্পোজিশন, আলোর ব্যবহার, রং ইত্যাদি বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয় এখানে। এ ছাড়া একটা ছবিকে কীভাবে মূল্যায়ন করতে হবে, তা-ও শেখানো হয়।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, ‘ফটোগ্রাফি একটি অভিনব শিল্প। শিক্ষার্থীদের এই শিল্প সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি। জীবনের অভিজ্ঞতা অনেক সময় ফ্রেমবন্দী রাখা সম্ভব। ফটোগ্রাফির মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিগত জীবনের অনেক ঘটনাবহুল সময় ধারণ করে
রাখার সুযোগ থাকে।’
ক্লাব মডারেটর ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন জাবেদ বলেন, ‘দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বেশ মেধাবী ও যুগ সচেতন। জীবনের নানা সময়ে ছবি তুলে সংগ্রহ করা প্রয়োজন হয়ে পড়ে। এ ছাড়া ফটোশিল্প অতীতের স্মৃতিকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সে জন্য ফটোগ্রাফি খুব প্রয়োজন।’
ক্লাব থেকে প্রতি মাসে ওয়ার্কশপ এবং ফটো ওয়াকের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিটি অনুষ্ঠানেই এখন ক্লাবের মেম্বাররা ফটোগ্রাফি করে থাকে। ক্লাবের সদস্যরা এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক পুরস্কার এবং ১৮টি জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জন করেছে।
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
১৪ মিনিট আগেডেনমার্কে ডেনিশ ডেটা সায়েন্স একাডেমি (ডিডিএসএ) ভিজিট গ্রান্ট স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৬ মিনিট আগেইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের দীর্ঘদিনের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কাঠামোয় এনে নৈতিকতা, জ্ঞান ও গবেষণার পথে এগিয়ে নেওয়ার প্রয়াস।
২৩ মিনিট আগেহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী (১৮ ও ১৯ জুলাই) ‘আইইইই সিএস বিডিসি সামার সিম্পোজিয়াম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
২৯ মিনিট আগে