মারুফ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
রক্তিমার যাত্রা শুরু ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে ওঠা রক্তিমা আজ একটি বিশাল পরিবার। আল-ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, তাঁকে ক্যাম্পাস জীবনের বড় অভিজ্ঞতা দিয়েছে রক্তিমা। সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে তিনি প্রথম রক্ত দান করেন।
‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগান সামনে রেখে এগিয়ে চলছে রক্তদাতাদের সংগঠন রক্তিমা। রক্তদানের পাশাপাশি এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, রক্তের গ্রুপ নির্ণয়, সেমিনার, সভাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি। আবার শীতবস্ত্র হাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায় এর সদস্যদের। ক্যাম্পাস পেরিয়ে রক্তিমার সদস্যরা রক্ত দিতে ছুটে যান দূরদূরান্তে। শুধু রক্তদানই নয়, বিভিন্ন মানুষের প্রয়োজনে রক্তদাতা খুঁজে দেন সংগঠনটির সদস্যরা। বর্তমানে তিনটি ক্যাটাগরিতে প্রায় ৭০০ জন নিবন্ধিত সদস্য রয়েছেন রক্তিমার। সেগুলো হলো স্বেচ্ছাসেবক, রক্তদাতা এবং স্বেচ্ছাসেবক রক্তদাতা।
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘রক্তিমা প্রধানত রক্ত নিয়ে কাজ করে। রক্তদানে আত্মতৃপ্তি পাওয়া যায়। রক্তদানের পর রক্তগ্রহীতার মুখের হাসি পৃথিবীর সুন্দর মুহূর্তের একটি।’
রক্তিমার সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কাজ করেন। এ ক্যাম্পেইনের মাধ্যমে তাঁরা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, সেমিনার ও বিভিন্ন ধরনের সেশন করে থাকেন। রক্তিমার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘দেখা যায়, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের অনেকে তাদের রক্তের গ্রুপ সম্পর্কে বিদ্যালয়ে তথ্য দিতে পারে না। তাই আমরা প্রথমত ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছে যাই, তাদের বোঝাই। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে যারা নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নয়, তাদেরও রক্তের গ্রুপ নির্ণয় করে দিই।’ কিশোরীদের জন্য থাকে আলাদা আয়োজন। সেখানে সংগঠনটির নারী সদস্যরা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সেশন করিয়ে থাকেন। চলে প্রশ্ন ও উত্তরপর্ব। চিকিৎসকের পরামর্শও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন রক্তিমার সদস্যরা। এ জন্য মেডিকেল শিক্ষার্থীদের পরামর্শও নিয়ে থাকেন তাঁরা। সংগঠনটির সহসভাপতি সিরাজুম মুনিরা জানিয়েছেন, ‘মূলত কিশোরীদের বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সেশনগুলো করে থাকি। যাতে তারা সচেতন হয় এবং অন্যদেরও সচেতন করতে পারে।’
রক্তিমার সদস্যরা প্রত্যন্ত এলাকার নারীদের নিয়ে উঠান বৈঠকও করেন। সেখানে রক্তসম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ বলেন, ‘রক্তিমার রক্তদান কার্যক্রমটি সরাসরি মানবসেবার সঙ্গে সম্পৃক্ত।’
ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে রক্তিমার সদস্যরা নিয়মিত প্রায় ২৪টি জেলায় রক্তদান ও সংগ্রহের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। রক্তিমার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘রক্তিমা রক্তদান, রক্ত সংগ্রহ করে দেওয়াসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমাদের পরিবারটি বেশ বড় পরিবার হয়ে উঠেছে। নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছি। আমরা রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কাজটি করে যেতে চাই।’
রক্তিমার যাত্রা শুরু ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে ওঠা রক্তিমা আজ একটি বিশাল পরিবার। আল-ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, তাঁকে ক্যাম্পাস জীবনের বড় অভিজ্ঞতা দিয়েছে রক্তিমা। সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে তিনি প্রথম রক্ত দান করেন।
‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগান সামনে রেখে এগিয়ে চলছে রক্তদাতাদের সংগঠন রক্তিমা। রক্তদানের পাশাপাশি এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, রক্তের গ্রুপ নির্ণয়, সেমিনার, সভাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি। আবার শীতবস্ত্র হাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেও দেখা যায় এর সদস্যদের। ক্যাম্পাস পেরিয়ে রক্তিমার সদস্যরা রক্ত দিতে ছুটে যান দূরদূরান্তে। শুধু রক্তদানই নয়, বিভিন্ন মানুষের প্রয়োজনে রক্তদাতা খুঁজে দেন সংগঠনটির সদস্যরা। বর্তমানে তিনটি ক্যাটাগরিতে প্রায় ৭০০ জন নিবন্ধিত সদস্য রয়েছেন রক্তিমার। সেগুলো হলো স্বেচ্ছাসেবক, রক্তদাতা এবং স্বেচ্ছাসেবক রক্তদাতা।
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘রক্তিমা প্রধানত রক্ত নিয়ে কাজ করে। রক্তদানে আত্মতৃপ্তি পাওয়া যায়। রক্তদানের পর রক্তগ্রহীতার মুখের হাসি পৃথিবীর সুন্দর মুহূর্তের একটি।’
রক্তিমার সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কাজ করেন। এ ক্যাম্পেইনের মাধ্যমে তাঁরা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, সেমিনার ও বিভিন্ন ধরনের সেশন করে থাকেন। রক্তিমার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘দেখা যায়, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের অনেকে তাদের রক্তের গ্রুপ সম্পর্কে বিদ্যালয়ে তথ্য দিতে পারে না। তাই আমরা প্রথমত ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছে যাই, তাদের বোঝাই। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে যারা নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নয়, তাদেরও রক্তের গ্রুপ নির্ণয় করে দিই।’ কিশোরীদের জন্য থাকে আলাদা আয়োজন। সেখানে সংগঠনটির নারী সদস্যরা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সেশন করিয়ে থাকেন। চলে প্রশ্ন ও উত্তরপর্ব। চিকিৎসকের পরামর্শও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন রক্তিমার সদস্যরা। এ জন্য মেডিকেল শিক্ষার্থীদের পরামর্শও নিয়ে থাকেন তাঁরা। সংগঠনটির সহসভাপতি সিরাজুম মুনিরা জানিয়েছেন, ‘মূলত কিশোরীদের বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সেশনগুলো করে থাকি। যাতে তারা সচেতন হয় এবং অন্যদেরও সচেতন করতে পারে।’
রক্তিমার সদস্যরা প্রত্যন্ত এলাকার নারীদের নিয়ে উঠান বৈঠকও করেন। সেখানে রক্তসম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ বলেন, ‘রক্তিমার রক্তদান কার্যক্রমটি সরাসরি মানবসেবার সঙ্গে সম্পৃক্ত।’
ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে রক্তিমার সদস্যরা নিয়মিত প্রায় ২৪টি জেলায় রক্তদান ও সংগ্রহের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। রক্তিমার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘রক্তিমা রক্তদান, রক্ত সংগ্রহ করে দেওয়াসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমাদের পরিবারটি বেশ বড় পরিবার হয়ে উঠেছে। নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছি। আমরা রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কাজটি করে যেতে চাই।’
গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া শুরু হচ্ছে ৩ আগস্ট। যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যেই নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর ১১ আগস্ট থেকে সারা দেশ
১৩ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
১৯ ঘণ্টা আগেজুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে "July- beyond boundaries" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...
১৯ ঘণ্টা আগেরাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নতুন এই ইউনিভার্সিটির নাম আগেই প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সাত কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া পাবলিক ইউনিভার্সিটির একটি মডেলও চূড়ান্ত করা হয়েছে। এতোদিন এসব কার্যক্রম আড়ালে চললেও ইউনিভার্সিটি
১ দিন আগে