Ajker Patrika

বিদেশের ৫ স্কুল

মুসাররাত আবির
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯: ২০
বিদেশের ৫ স্কুল

বিদেশে যে কেবল স্নাতক, স্নাতকোত্তর কিংবা পিএইচডি করতে যাওয়া যায়, তা কিন্তু নয়। ছোটরাও বাইরের যেকোনো দেশের স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ অভিভাবকই এ নিয়ে বিস্তারিত হয়তো জানেন না। বাংলাদেশের স্কুলপর্যায়ের শিক্ষার্থীরা পড়তে পারে—এমন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আজকের আয়োজন।ইন্টারন্যাশনাল স্কুল অব কুয়ালালামপুর
মালয়েশিয়া
এই স্কুলে যুক্তরাজ্যের পাঠ্যক্রম অনুসরণ করা হয়। এখানে আপনার সন্তানকে প্রাথমিক স্তর থেকে গ্রেড ১২ পর্যন্ত পড়ানো যাবে। বড় ক্যাম্পাসের পাশাপাশি এই স্কুলে অত্যাধুনিক প্রযুক্তি, বিশাল পাঠাগার, বিজ্ঞান ভবন এবং মেকার স্পেস রয়েছে। এখানকার শিক্ষার্থীদের ভাষা, শিল্প, গণিত, সামাজিক পাঠ, আর্ট অ্যান্ড ডিজাইন এবং বিজ্ঞান পড়ানোর পাশাপাশি ভিজ্যুয়াল আর্টস, সংগীত ও শারীরিক শিক্ষা দেওয়া হয়। তাদের পাঠ্যক্রমে স্বাস্থ্য, সার্ভিস লার্নিং, দলীয় সংগীত পরিবেশন, ব্যান্ডসংগীত এবং সাসটেইনিবিলিটি এডুকেশনের মতো সমসাময়িক বিষয়াবলিও আছে। এখানে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা শেখানো হয় বিশেষভাবে। শ্রেণিভেদে এখানে বার্ষিক পড়াশোনার খরচ ১৫ লাখ ২০ হাজার থেকে ৩১ লাখ টাকা। ওয়েবসাইট: https://www.iskl.edu.my/

American-school-of-dubaiআমেরিকান স্কুল অব দুবাই
সংযুক্ত আরব আমিরাত 
এ বিদ্যালয়টি নির্মিত হয়েছিল ১৯৬৬ সালে ২৩ একর জমির ওপর। এখানে রয়েছে ১০০টি ক্লাসরুম, ২টি বিশাল গ্রন্থাগার, ৬৩০ সিটের পারফর্মিং আর্ট থিয়েটার, ১টি ব্ল্যাক বক্স থিয়েটার, ব্যান্ডরুম, আর্ট স্টুডিও, ইনডোর ও আউটডোর রানিং ট্র্যাক, ক্লাইম্বিং ওয়াল, ফিটনেস সেন্টার, ২টি ২৫ মিটার সুইমিংপুল, মেকার স্পেস, ৫টি বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, ২টি ক্যাফেটেরিয়া ইত্যাদি। এখানে ৮০টির বেশি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমেরিকান স্কুল অব দুবাইয়ে ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ক্রিয়েটিভ আর্টস, ইনফরমেশন টেকনোলজি, ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজসহ ৩৫টির বেশি কোর্স অফার করা হয়। এখানে প্রি-কিন্ডারগার্টেন থেকে গ্রেড ১২-এর শিক্ষার্থীদের পড়ানো হয়। শ্রেণিভেদে এখানে বার্ষিক পড়াশোনার খরচ ১৭ লাখ ৩০ হাজার থেকে ২৫ লাখ ৫০ হাজার টাকা। ওয়েবসাইট: https://www.asdubai.org/

International-School-of-Genevaইন্টারন্যাশনাল স্কুল অব জেনেভা (ইকোলিন্ট)
সুইজারল্যান্ড
১৯২৪ সালে যাত্রা শুরু করা ইন্টারন্যাশনাল স্কুল অব জেনেভায় (ইকোলিন্ট) ১৩০টির বেশি দেশের শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করছে। এখানে আপনার সন্তানকে প্রি-স্কুল থেকে শুরু করে গ্রেড ১৩ পর্যন্ত পড়াতে পারবেন। ইংরেজি ভাষা ও সাহিত্য, ফরাসি ভাষা, গণিত, জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিদ্যা, ইতিহাস, ভূগোল, মনোবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রযুক্তি, আরবি ভাষা, শারীরিক শিক্ষা, সংগীতসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। পাশাপাশি নৃত্যকলা, দাবা, থিয়েটার, স্কি, ভিজ্যুয়াল আর্টসহ আরও অনেক সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের প্রত্যক্ষ যোগাযোগ তৈরি করা হয়। এখানে যেমন ঐতিহাসিক ভবনের আদলে তৈরি বিল্ডিং আছে, তেমনি আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত ক্লাসরুমেরও দেখা পাওয়া যায়। শ্রেণিভেদে এখানে বার্ষিক পড়াশোনার খরচ হবে ২৫ লাখ ১৭ হাজার থেকে ৩৩ লাখ  টাকা। ওয়েবসাইট: https://www.ecolint.ch/en

Doha-British-Schoolদোহা ব্রিটিশ স্কুল
কাতার
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে ব্রিটিশ পাঠ্যক্রম অনুসরণ করা হয়। যুক্তরাজ্য থেকে প্রশিক্ষণ নিয়ে আসা শিক্ষকেরা এখানে ক্লাস নেন। ইংরেজি ভাষা ও সাহিত্য, ফরাসি ভাষা, গণিত, জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিদ্যা, ইতিহাস, ভূগোল, মনোবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রযুক্তি, আরবি ভাষা, শারীরিক শিক্ষা, সংগীতসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। পাশাপাশি ৫০টির বেশি সহশিক্ষা কার্যক্রম এবং ফরাসি ভাষা, স্প্যানিশ ও আরবি ভাষা শিক্ষা অন্তর্ভুক্ত আছে। এখানেও প্রি-স্কুল থেকে গ্রেড ১৩ পর্যন্ত পড়ানো যায়। এখানে আছে অত্যাধুনিক কম্পিউটার রুম, আউটডোর গেমস কোর্ট, বাস্কেটবল কোর্ট, ফুটবল মাঠ, বিজ্ঞানাগার, অ্যাডভেঞ্চার প্লে গ্রাউন্ড, গ্রন্থাগার, ইনডোর জিমনেসিয়াম। শ্রেণিভেদে এখানে বার্ষিক পড়াশোনার খরচ ৬ লাখ ৬৫ হাজার থেকে ২০ লাখ ২৫ হাজার টাকা। ওয়েবসাইট: https://www.dohabritishschool.com/

International-School-of-Amsterdamইন্টারন্যাশনাল স্কুল অব আমস্টারডাম 
নেদারল্যান্ডস
৬০টির বেশি দেশের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী পড়ে ইন্টারন্যাশনাল স্কুল অব আমস্টারডামে। এখানে সন্তানকে প্রি-স্কুল থেকে শুরু করে গ্রেড ১২ পর্যন্ত পড়ানো যাবে। এই ক্যাম্পাসের প্রতিটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ২৩ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারে। ইংরেজি ভাষা ও সাহিত্য, ফরাসি ভাষা, গণিত, জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিদ্যা, ইতিহাস, ভূগোল, মনোবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রযুক্তি, আরবি ভাষা, শারীরিক শিক্ষা, সংগীতসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। পাশাপাশি মডেল ইউনাইটেড নেশনস, বিতর্ক, সংগীত, দাবা, ভলিবল, রাগবি, গলফসহ অনেক সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। শ্রেণিভেদে এখানে বার্ষিক পড়াশোনার খরচ ২৭ থেকে ৩৭ লাখ ২৫ হাজার টাকা। ওয়েবসাইট: https://www.isa.nl/

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

শিক্ষা উপদেষ্টার দেখা না পেয়ে পদত্যাগ দাবি করলেন ইবতেদায়ি শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের পদযাত্রা আজ বুধবার কদম ফোয়ারা ও জাতীয় প্রেসক্লাবের গেটের মাঝামাঝি সড়কে আটকে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা
ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের পদযাত্রা আজ বুধবার কদম ফোয়ারা ও জাতীয় প্রেসক্লাবের গেটের মাঝামাঝি সড়কে আটকে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেননি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর পদত্যাগ দাবি করেছেন ইবতেদায়ি শিক্ষকেরা। একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছেন তাঁরা।

আজ বুধবার বিকেলে সচিবালয় থেকে বের হয়ে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’ এ দাবি জানায়।

জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়তে হয়। পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করলেও শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে দেখা করেননি।’

মোখলেছুর রহমান বলেন, ‘শিক্ষা উপদেষ্টা দেখা না করে শিক্ষকদের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন। এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষকসমাজের প্রতি অবমাননা। শিক্ষকদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টা শিক্ষকসমাজকে অসম্মান করেছেন। তাই আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।’

পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দুপুরে পদযাত্রা শুরু করেন ইবতেদায়ি শিক্ষকেরা। পদযাত্রা কিছুটা এগোলে কদম ফোয়ারা ও প্রেসক্লাবের গেটের মাঝামাঝি সড়কে পুলিশ তা আটকে দেয়। এরপর দাবিদাওয়া নিয়ে কথা বলতে সচিবালয়ে যায় ১৫ জন শিক্ষকের প্রতিনিধিদল।

ইবতেদায়ি শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন, এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং আলাদা অধিদপ্তর স্থাপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কৌশলগত প্রস্তুতিই এনে দেবে কাঙ্ক্ষিত স্কোর

শ্রেয়া ঘোষ
কৌশলগত প্রস্তুতিই এনে দেবে কাঙ্ক্ষিত স্কোর

আইইএলটিএস পরীক্ষার চারটি অংশের মধ্যে লিসনিং ও রিডিং তুলনামূলক সহজ। তবে ভালো স্কোর অর্জনের জন্য প্রয়োজন মনোযোগ, কৌশল ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে চললে এ দুটি অংশে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।

নিয়মিত ইংরেজি শোনার অভ্যাস করুন

লিসনিং অংশে বিভিন্ন উচ্চারণ (ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান) বুঝতে পারা গুরুত্বপূর্ণ। প্রতিদিন ইংরেজি খবর, পডকাস্ট বা সিনেমার সংলাপ শুনলে কানে স্বাভাবিকভাবে শব্দ ধরার ক্ষমতা বাড়ে। নিয়মিত অনুশীলন আপনাকে অডিওর গতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে।

প্রশ্ন আগে পড়ে নিন ও মনোযোগ দিন

লিসনিং অংশে অডিও শুরু হওয়ার আগে প্রশ্নগুলো একবার পড়ে নিন। এতে করে কোন তথ্যের দিকে মনোযোগ দিতে হবে, তা আগে থেকে বুঝে যাবেন এবং উত্তর মিস হওয়ার আশঙ্কা কমবে।

বানানের দিকে খেয়াল রাখুন

লিসনিং অংশে অনেক সময় সঠিক উত্তর লিখলেও বানান ভুল হলে নম্বর কাটা যায়। সাধারণ শব্দগুলোর সঠিক বানান আয়ত্ত করুন এবং উত্তর লেখার সময় সতর্ক থাকুন।

স্কিমিং ও স্ক্যানিং কৌশল শিখুন

রিডিং অংশে পুরো প্যাসেজ শব্দ ধরে পড়ে সময় নষ্ট করা ঠিক নয়। স্কিমিং (মূল ভাব বোঝা) ও স্ক্যানিং (নির্দিষ্ট তথ্য খোঁজা) কৌশল ব্যবহার করলে দ্রুত উত্তর বের করতে পারবেন।

কি-ওয়ার্ড চিহ্নিত করুন

প্রশ্নে দেওয়া কি-ওয়ার্ডগুলো আন্ডারলাইন করুন। প্যাসেজে সেই শব্দ বা তার সমার্থক শব্দ খুঁজে বের করুন। এতে সময় বাঁচবে এবং ভুলের হার কমবে।

সময় ব্যবস্থাপনায় দক্ষ হোন

লিসনিং অংশে প্রতিটি সেকশন শেষে যে কয়েক সেকেন্ড সময় দেওয়া হয়, তা কাজে লাগান। রিডিং অংশে প্রতিটি প্যাসেজের জন্য নির্দিষ্ট সময় (প্রায় ২০ মিনিট) বেঁধে নিন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে সময় বণ্টনের অভ্যাস গড়ে তুলুন।

ভিন্ন ধরনের প্রশ্নে অভ্যস্ত হোন

রিডিং অংশে True/False/Not Given, Matching, Fill in the blanks, Multiple choice—এমন নানা ধরনের প্রশ্ন থাকে। প্রতিটি ফরম্যাটের আলাদা কৌশল রয়েছে। যেমন True/False/Not Given প্রশ্নে যুক্তি বিশ্লেষণ প্রয়োজন হয়, আর Matching প্রশ্নে সঠিক শব্দ বা ধারণা মেলাতে হয়। তাই প্রতিটি ধরনের প্রশ্নে আলাদাভাবে অনুশীলন করুন।

মক টেস্ট দিন

পরীক্ষার আগে আসল পরীক্ষার পরিবেশে বসে মক টেস্ট দিন। এতে সময় ব্যবস্থাপনা, প্রশ্নের ধরন এবং মনোযোগ ধরে রাখার অভ্যাস তৈরি হয়। নিয়মিত মক টেস্ট আত্মবিশ্বাস বাড়ায় এবং নিজের দুর্বলতা চিহ্নিত করতে সহায়ক হয়।

লেখক: শিক্ষার্থী, হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজ, যুক্তরাষ্ট্র

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দক্ষিণ কোরিয়ায় কেএনইউ আন্তর্জাতিক বৃত্তি

শিক্ষা ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় কেএনইউ আন্তর্জাতিক বৃত্তি

দক্ষিণ কোরিয়ায় কেএনইউ ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এই তহবিলের সুযোগটি কেবল ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ সরকারি বিশ্ববিদ্যালয়। দেশটির দায়েগু শহরে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে ৩৬ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ আন্তর্জাতিক শিক্ষার্থী। আধুনিক গবেষণাগার, উন্নত অবকাঠামো ও বহুভাষিক শিক্ষাব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে।

সুযোগ-সুবিধা

বৃত্তিটির আওতায় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বিশ্ববিদ্যালয় বহন করবে। তবে প্রতি সেমিস্টার শেষে শিক্ষার্থীর একাডেমিক পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। একাডেমিক পারফরম্যান্সের ওপর পরবর্তী সেমিস্টারে বৃত্তি নবায়ন করা হবে।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিটি স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি (ডক্টরাল) প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এতে মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ দুই বছর এবং যৌথ মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামের মেয়াদ চার বছর। যোগ্যতার শর্ত অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির অফার থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আবেদনপত্র, স্টেটমেন্ট অব পারপাস ও স্টাডি প্ল্যান, সুপারিশপত্র (অবশ্যই অধ্যাপকের মাধ্যমে সরাসরি জমা দিতে হবে অথবা সিল করা খামে সংযুক্ত থাকতে হবে), পূর্বে অধ্যয়ন করা বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি সনদ, অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট, ভাষাগত দক্ষতার সনদ, কোরিয়ান ভাষা ইনস্টিটিউটে অধ্যয়নরত থাকলে ভর্তি সনদ ও ট্রান্সক্রিপ্ট, পাসপোর্টের কপি ও জন্মসনদ।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

৩১ অক্টোবর ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কালই শ্রেণিকক্ষে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষকেরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৪: ৪৯
ফাইল ছবি
ফাইল ছবি

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীকাল বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ মঙ্গলবার দুপুরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন। এ সময় তিনি এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ করতে এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ জানান।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে তাঁদের বাড়িভাড়া ভাতা আজ মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। ১৫ শতাংশের মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) কার্যকর হবে এ বছরের ১ নভেম্বর থেকে। বাকি ৭ দশমিক ৫ শতাংশ আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

আজ বেলা পৌনে ১টার দিকে দেলাওয়ার হোসেন আজিজীর হাতে অর্থ বিভাগের সম্মতিপত্র হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, ‘একটা বাস্তবসম্মত ও খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়ে। শিক্ষকেরা আমাদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তাঁদের বেতনকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা যথেষ্ট কম।’

এ সময় শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সচেতন ও সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করে সি আর আবরার বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের (শিক্ষা মন্ত্রণালয়) কোনো ত্রুটি ছিল না। আমরা চেষ্টা করেছি।

‘যতই আমরা চাই না কেন, আমাদের মনে রাখতে হবে, অন্তর্বর্তী সরকার যে সময় দেশের দায়িত্ব নিয়েছে, তখন অর্থনৈতিক অবস্থা অনেকটা ভঙ্গুর ছিল। সে অবস্থান থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে।’

শিক্ষক-কর্মচারীদের যা যা দাবি ছিল, তার যৌক্তিকতা নিয়ে কখনো শিক্ষা মন্ত্রণালয়ের ‘কোনো সংশয় ছিল না’ মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘তবে আমাদের সম্পদের বিবেচনায় তাঁদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) নির্ধারিত হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত