Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। ছবি: সৈয়দুর রহমান
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। ছবি: সৈয়দুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক্সিলেন্স বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার: ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার’। দক্ষতা উন্নয়নবিষয়ক এই আয়োজনে প্রায় ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং অর্থনীতিবিদ ড. এম আবু ইউসুফ। এ ছাড়া উপস্থিত ছিলেন পার্টেক্স স্টার গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান সায়েদুল আজহার সারওয়ার, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের সেলস ও মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, টি কে গ্রুপের মার্কেটিং ডিরেক্টর মো. মোফাসসেল হক, ‘নিজের বলার মতো একটি গল্প’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, জনপ্রিয় উপস্থাপক ফারাবী হাফিজ এবং ব্র্যাকনেট লিমিটেডের হেড অব ইমার্জিং টেকনোলজির প্রধান প্রকৌশলী মো. ইউসুফ আলী ইমন।

বক্তারা শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে ক্যারিয়ারে প্রবেশের সঠিক কৌশল ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। গবেষণার গুরুত্ব এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লেখার কৌশল সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজক কমিটির সদস্যদের একটি অংশ। ছবি: সৈয়দুর রহমান
আয়োজক কমিটির সদস্যদের একটি অংশ। ছবি: সৈয়দুর রহমান

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চাকরির বাজারের বিভিন্ন দিক নিয়ে রম্য বিতর্ক, যা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় এবং বিনোদনমূলক ছিল।

সংগঠনটির প্রতিষ্ঠাতা বেনজির আবরার বলেন, এক্সিলেন্স বাংলাদেশ এ বছর ঢাকার পাশাপাশি অন্য শহরের শিক্ষার্থীদের জন্যও নানা ধরনের আয়োজন করতে চায়। তিনি বলেন, ‘বছরের শুরুতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করলাম, ভবিষ্যতে আরও বড় পরিসরে দক্ষতা উন্নয়নের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত