নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনার প্রাদুর্ভাব আরো দীর্ঘ হতে পারে এ আশঙ্কায় পূর্ব ঘোষিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। নতুন করে ভর্তি আবেদনের সময় এবং পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এই সব বিশ্ববিদ্যালয়। তবে বারবার পরীক্ষার তারিখ পরিবর্তনে বিপাকে পড়েছে ভর্তিচ্ছুক কয়েক লাখ শিক্ষার্থী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্বে ১৪ জুন থেকে ১৬ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের যে ঘোষণা দিয়েছিল তা থেকে সরে এসে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৮ আগস্ট ‘বি’ ও ১৬ আগস্ট 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টা, দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। তবে নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে প্রাথমিকভাবে ১ জুন থেকে ১৫ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদনের জন্য বলা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত। গত বছরের ভর্তি প্রক্রিয়া অনুসরণ করেই এ বছরের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পূর্বের ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা এবং ১০ জুন চূড়ান্ত পরীক্ষার ঘোষণা থেকে সরে এসেছে। নতুন করে ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা এবং ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এর আগে ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার জন্য পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
ঢাকা: করোনার প্রাদুর্ভাব আরো দীর্ঘ হতে পারে এ আশঙ্কায় পূর্ব ঘোষিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। নতুন করে ভর্তি আবেদনের সময় এবং পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এই সব বিশ্ববিদ্যালয়। তবে বারবার পরীক্ষার তারিখ পরিবর্তনে বিপাকে পড়েছে ভর্তিচ্ছুক কয়েক লাখ শিক্ষার্থী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্বে ১৪ জুন থেকে ১৬ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের যে ঘোষণা দিয়েছিল তা থেকে সরে এসে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৮ আগস্ট ‘বি’ ও ১৬ আগস্ট 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টা, দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। তবে নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে প্রাথমিকভাবে ১ জুন থেকে ১৫ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদনের জন্য বলা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত। গত বছরের ভর্তি প্রক্রিয়া অনুসরণ করেই এ বছরের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পূর্বের ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা এবং ১০ জুন চূড়ান্ত পরীক্ষার ঘোষণা থেকে সরে এসেছে। নতুন করে ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা এবং ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এর আগে ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার জন্য পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০, ২১ ও ২৩ মে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে সোমবার ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ রানার্সআপ হওয়া আইএসইউ ক্রিকেট টিমের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রিকেটারদের অর্থ ও অনুপ্রেরণা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
৯ ঘণ্টা আগেরাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
১১ ঘণ্টা আগেদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপারিশ প্রণয়নে সার্চ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ কমিটি সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টাকে। কমিটির সদস্য আছেন আরও চারজন।
১২ ঘণ্টা আগে