আচ্ছা মামা! একটি ধাতব আম এভাবে চাপ দিতেই গলে গেল কীভাবে? এটা কী করে সম্ভব! হ্যাঁ, এটি সম্ভব, কারণ আমটা গ্যালিয়াম দিয়ে তৈরি। গ্যালিয়াম হচ্ছে এমন একটা নরম ধাতু, যা কক্ষ তাপমাত্রার চেয়ে একটু বেশি তাপমাত্রাতেই গলে পারদের মতো তরল হয়ে যায়।
তাই নাকি? তুমি যে গ্যালিয়ামের তরলটা খালি হাতে নাড়াচাড়া করছ, এ কি নিরাপদ?
গ্যালিয়াম পারদের মতো আচরণ করলেও মোটেও বিষাক্ত নয়। এটি খালি হাতে ধরাটা বেশ নিরাপদ। গ্যালিয়াম হচ্ছে পর্যায় সারণির ৩১তম মৌল এবং এর পারমাণবিক ভর হলো ৬৯ দশমিক ৭২। ধাতুটির গলনাঙ্ক জানলে তুমি অবাক হবে; মাত্র ২৯ দশমিক ৭৬ ডিগ্রি সেলসিয়াস! অর্থাৎ কক্ষ তাপমাত্রার চেয়ে খানিকটা গরমে থাকলেই এটি তরল হয়ে যাবে। আমরা এসি রুমে আছি বলে প্রথমে এটি কঠিন ছিল। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের শরীরের তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাই চাপ দিতে আমার হাতের উষ্ণতাতেই সেটা গলে গেল।
প্রথম ব্যাপারটা স্পষ্ট হলো। কিন্তু গ্যালিয়ামের ফোঁটা কোকের ক্যানে দিতেই এই দশা হলো কেন?
কোকের ক্যান হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। আর গ্যালিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের শত্রু। গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের সংস্পর্শে এলে অ্যালুমিনিয়ামের গঠন দুর্বল করে ফেলে। ফলে ক্যানে চাপ দিতেই সেটা টুকরো টুকরো হয়ে যায়। গ্যালিয়াম তো ভারি মজার ধাতু! এই ধাতু কোথায় পাওয়া যায়, এর ব্যবহার কোথায়?
হ্যাঁ, গ্যালিয়াম বেশ কাজের ধাতুও বটে। প্রকৃতিতে এটি বিশুদ্ধ গ্যালিয়াম হিসেবে পাওয়া যায় না। ফলে গ্যালিয়াম পেতে হলে জিঙ্ক আকরিক (যেমন স্ফালেরাইট) এবং বক্সাইট থেকে গ্যালিয়াম সংগ্রহ করে নিতে হয়। গ্যালিয়াম প্রধানত ইলেকট্রনিকসে ব্যবহৃত হয়।
তোমার আশপাশের বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতার জন্য তুমি গ্যালিয়ামকে অশেষ ধন্যবাদ জানাতে পারো। ইউএসজিএস থেকে প্রকাশিত ‘গ্যালিয়ামে স্মার্ট মেটাল’ প্রবন্ধ থেকে জানা যায়, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইড টেলিভিশন, স্মার্টফোন, ইত্যাদি ডিভাইসের এলইডি তৈরিতে ব্যবহৃত হয়। কারণ, এরা বিদ্যুৎকে সরাসরি আলোক রশ্মিতে পরিণত করতে পারে। এ ছাড়া সেমিকন্ডাক্টর, ট্রাঞ্জিস্টর, ইত্যাদি তৈরিতে গ্যালিয়াম খুবই গুরুত্বপূর্ণ। উন্নতমানের আয়না বানানোতেও গ্যালিয়াম ব্যবহার করা হয়। এর নিম্ন গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক এবং তুলনামূলকভাবে মানবদেহ ও পরিবেশের জন্য নিরাপদ হওয়ায় থার্মোমিটার তৈরিতেও গ্যালিয়াম ব্যবহারের জুড়ি নেই।
তার মানে আমাদের আশপাশে থেকে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ ধাতুটি?
একদম ঠিক বলেছ। ১৮৭৫ সালে ফরাসি রসায়নবিদ পল-এমিল লিকক ডি বইসবাউদ্রানের আবিষ্কার করা এ ধাতুটি তার বিশেষ বৈশিষ্ট্য দিয়ে স্থান পেয়েছে বিজ্ঞানীদের পরীক্ষাগারে। আর সেই সব পরীক্ষায় উদ্ভাবিত ফলগুলো আমাদের উপকার করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই গ্যালিয়াম ধাতুটি নরম হলেও মানবসভ্যতার ইতিহাসে এর স্থান বড়ই শক্ত।
আচ্ছা মামা! একটি ধাতব আম এভাবে চাপ দিতেই গলে গেল কীভাবে? এটা কী করে সম্ভব! হ্যাঁ, এটি সম্ভব, কারণ আমটা গ্যালিয়াম দিয়ে তৈরি। গ্যালিয়াম হচ্ছে এমন একটা নরম ধাতু, যা কক্ষ তাপমাত্রার চেয়ে একটু বেশি তাপমাত্রাতেই গলে পারদের মতো তরল হয়ে যায়।
তাই নাকি? তুমি যে গ্যালিয়ামের তরলটা খালি হাতে নাড়াচাড়া করছ, এ কি নিরাপদ?
গ্যালিয়াম পারদের মতো আচরণ করলেও মোটেও বিষাক্ত নয়। এটি খালি হাতে ধরাটা বেশ নিরাপদ। গ্যালিয়াম হচ্ছে পর্যায় সারণির ৩১তম মৌল এবং এর পারমাণবিক ভর হলো ৬৯ দশমিক ৭২। ধাতুটির গলনাঙ্ক জানলে তুমি অবাক হবে; মাত্র ২৯ দশমিক ৭৬ ডিগ্রি সেলসিয়াস! অর্থাৎ কক্ষ তাপমাত্রার চেয়ে খানিকটা গরমে থাকলেই এটি তরল হয়ে যাবে। আমরা এসি রুমে আছি বলে প্রথমে এটি কঠিন ছিল। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের শরীরের তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাই চাপ দিতে আমার হাতের উষ্ণতাতেই সেটা গলে গেল।
প্রথম ব্যাপারটা স্পষ্ট হলো। কিন্তু গ্যালিয়ামের ফোঁটা কোকের ক্যানে দিতেই এই দশা হলো কেন?
কোকের ক্যান হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। আর গ্যালিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের শত্রু। গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের সংস্পর্শে এলে অ্যালুমিনিয়ামের গঠন দুর্বল করে ফেলে। ফলে ক্যানে চাপ দিতেই সেটা টুকরো টুকরো হয়ে যায়। গ্যালিয়াম তো ভারি মজার ধাতু! এই ধাতু কোথায় পাওয়া যায়, এর ব্যবহার কোথায়?
হ্যাঁ, গ্যালিয়াম বেশ কাজের ধাতুও বটে। প্রকৃতিতে এটি বিশুদ্ধ গ্যালিয়াম হিসেবে পাওয়া যায় না। ফলে গ্যালিয়াম পেতে হলে জিঙ্ক আকরিক (যেমন স্ফালেরাইট) এবং বক্সাইট থেকে গ্যালিয়াম সংগ্রহ করে নিতে হয়। গ্যালিয়াম প্রধানত ইলেকট্রনিকসে ব্যবহৃত হয়।
তোমার আশপাশের বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতার জন্য তুমি গ্যালিয়ামকে অশেষ ধন্যবাদ জানাতে পারো। ইউএসজিএস থেকে প্রকাশিত ‘গ্যালিয়ামে স্মার্ট মেটাল’ প্রবন্ধ থেকে জানা যায়, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইড টেলিভিশন, স্মার্টফোন, ইত্যাদি ডিভাইসের এলইডি তৈরিতে ব্যবহৃত হয়। কারণ, এরা বিদ্যুৎকে সরাসরি আলোক রশ্মিতে পরিণত করতে পারে। এ ছাড়া সেমিকন্ডাক্টর, ট্রাঞ্জিস্টর, ইত্যাদি তৈরিতে গ্যালিয়াম খুবই গুরুত্বপূর্ণ। উন্নতমানের আয়না বানানোতেও গ্যালিয়াম ব্যবহার করা হয়। এর নিম্ন গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক এবং তুলনামূলকভাবে মানবদেহ ও পরিবেশের জন্য নিরাপদ হওয়ায় থার্মোমিটার তৈরিতেও গ্যালিয়াম ব্যবহারের জুড়ি নেই।
তার মানে আমাদের আশপাশে থেকে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ ধাতুটি?
একদম ঠিক বলেছ। ১৮৭৫ সালে ফরাসি রসায়নবিদ পল-এমিল লিকক ডি বইসবাউদ্রানের আবিষ্কার করা এ ধাতুটি তার বিশেষ বৈশিষ্ট্য দিয়ে স্থান পেয়েছে বিজ্ঞানীদের পরীক্ষাগারে। আর সেই সব পরীক্ষায় উদ্ভাবিত ফলগুলো আমাদের উপকার করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই গ্যালিয়াম ধাতুটি নরম হলেও মানবসভ্যতার ইতিহাসে এর স্থান বড়ই শক্ত।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।
৯ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
৯ ঘণ্টা আগেযুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সরাসরি সুযোগ তৈরির লক্ষ্যে ‘ইউসিবিডি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার (ইউআইএফওয়াই)’ শীর্ষক একটি প্রোগ্রাম...
১ দিন আগেমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ৫ শিক্ষক একসঙ্গে অধ্যাপক হয়েছেন।
১ দিন আগে