নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষিগুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্ত ভর্তি নেওয়া হবে আগামী ১৮ জুন। প্রাথমিক ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এর আগে ভর্তির প্রাথমিক ধাপ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন সই এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের আগামী ১৮ জুন তাঁদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে। সেখানে প্রযোজ্য ভর্তি ফি-এর সঙ্গে পূর্বে জমাকৃত অফেরতযোগ্য ১০ হাজার টাকা সমন্বয় করে এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভর্তি বাতিল হবে।
আরও বলা হয়, চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করার পরও যদি আসন শূন্য থাকে, তবে অটো মাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের তিনগুণ ছাত্র-ছাত্রীর পঞ্চম অপেক্ষমাণ তালিকার ফলাফল আগামী ২০ জুন প্রকাশ করা হবে।
পঞ্চম অপেক্ষমাণ তালিকায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের আগামী ২২ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথে সশরীরে উপস্থিত হয়ে মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে।
আরও বলা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ২৬ মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম গত ২৮ মে শেষ হয়েছে।
কৃষিগুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্ত ভর্তি নেওয়া হবে আগামী ১৮ জুন। প্রাথমিক ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এর আগে ভর্তির প্রাথমিক ধাপ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন সই এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের আগামী ১৮ জুন তাঁদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে। সেখানে প্রযোজ্য ভর্তি ফি-এর সঙ্গে পূর্বে জমাকৃত অফেরতযোগ্য ১০ হাজার টাকা সমন্বয় করে এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভর্তি বাতিল হবে।
আরও বলা হয়, চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করার পরও যদি আসন শূন্য থাকে, তবে অটো মাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের তিনগুণ ছাত্র-ছাত্রীর পঞ্চম অপেক্ষমাণ তালিকার ফলাফল আগামী ২০ জুন প্রকাশ করা হবে।
পঞ্চম অপেক্ষমাণ তালিকায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের আগামী ২২ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথে সশরীরে উপস্থিত হয়ে মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে।
আরও বলা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ২৬ মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম গত ২৮ মে শেষ হয়েছে।
কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজলুল হক মুসলিম হলে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির-সমর্থিত প্রার্থীরাই এগিয়ে আছেন। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল পেয়েছেন ১৮১ ভোট।
২৫ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একাধিক হলে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সুফিয়া কামাল হল, জিয়া হল, ফজলুল হক মুসলিম হল এবং শহীদুল্লাহ হলের ফলাফলে তাদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
২৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শামসুন্নাহার হলে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৪৩৪ ভোট।
৩৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শহীদুল্লাহ হলে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল পেয়েছেন ১৯৯ ভোট। অন্যদিকে উমামা ১৪০, শামীম ১৬১, আব্দুল কাদের ৫৬ ও জামাল ২৬ ভোট পেয়েছেন।
৩৬ মিনিট আগে