Ajker Patrika

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, ১০ মে থেকে ক্লাস–পরীক্ষা শুরু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, ১০ মে থেকে ক্লাস–পরীক্ষা শুরু

গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন ১ এ অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় সভাপতিত্ব করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শাহ্ আজম। সভায় উপস্থিত সদস্যবৃন্দের সঙ্গে একমত পোষণ করে ভিসি তাঁর বক্তব্যে বলেন, ‘কোভিড ১৯ মহামারিসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এ কারণে সেশনজট এড়ানো ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড গতিশীল করতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সভার সিদ্ধান্ত মোতাবেক গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে। 
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। উল্লেখ্য ঈদের ছুটি শেষে আগামী ১০ মে ২০২২ মঙ্গলবার থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস–পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত