Ajker Patrika

এসএসসি ও সমমানের ফল: পাস ও জিপিএ-৫ পাওয়াতে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৬: ৪৯
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এবার মেয়েদের পাসের হার ৭১ দশমিক শূন্য তিন শতাংশ এবং ছেলেদের ৬৫ দশমিক ৮৮ শতাংশ। গত বছর মেয়েদের পাসের হার ছিল ৮৪ দশমিক ৪৭ শতাংশ এবং ছেলেদের ৮১ দশমিক ৫৭ শতাংশ।

সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন আর উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন। অন্যদিকে ছেলে পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন আর উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াদের মধ্যেও এগিয়ে মেয়েরা। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এর মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন আর ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।

গত ১০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত