Ajker Patrika

মায়েদের চোখে জল, সন্তানদের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের (বনশ্রী শাখা) এসএসসি উত্তীর্ণদের উচ্ছাস। ছবি: আজকের পত্রিকা
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের (বনশ্রী শাখা) এসএসসি উত্তীর্ণদের উচ্ছাস। ছবি: আজকের পত্রিকা

‘আমি নিজে ওকে পড়াইনি। তবে সবসময় স্কুল, কোচিং সব জায়গাতে ওর সাথে গেছি। ঘরের সমস্ত কাজ করে ওকে সময় দেওয়ার চেষ্টা করেছি। ওর মনোযোগটা যেন অন্য কোনোদিকে সরে না যায়, সেদিকে খেয়াল রেখেছি।’ কাঁপা গলায় কথাগুলো বলছিলেন গর্বিত মা কুমকুম হাবিবা। তার ছেলে ওয়াকিল জান্নাত ইয়াশফি এবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (বনশ্রী শাখা) থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলাফল জানতে ছেলের সঙ্গে স্কুলে এসেছিলেন মা। ছেলের মুখে যখন ভুবনহারা হাসি, মায়ের চোখে তখন সুখের কান্নার জল। কান্নাভেজা চোখ লুকিয়ে তিনি অস্ফুট স্বরে বললেন, ‘এ যেন যুদ্ধজয়’।

আজ বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় অনেকের মায়েরাও তাদের সঙ্গী হন।

ফাতেমা জান্নাত নামের একজন অভিভাবক বলেন, ‘মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে৷ আমি অবশ্যই খুশি৷ তবে খারাপ রেজাল্ট হলেও আমি অখুশি হতাম না৷ ওকে পরিশ্রম করতে দেখেছি৷ এটাই যথেষ্ট।’

আইডিয়াল স্কুল আন্ড কলেজের শিক্ষার্থী আনিসা মাসুদ বলেন, ‘দিনের পর দিন মা আমার জন্য যে কষ্টটা করেছে। রেজাল্টের পুরো কৃতিত্বটাই আসলে মায়ের। মা না থাকলে কিছুই সম্ভব হতো না।’

আজ বৃহস্পতিবার দুপুরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। এবার সারা দেশে ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল।

এবার ফলাফল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গতবার ছিল ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। এবার ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা গতবার ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত