Ajker Patrika

ঢাবির জিয়া হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটিতে সভাপতি কায়সার, সম্পাদক শাহরিয়াদ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০০: ৪৯
ঢাবির জিয়া হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটিতে সভাপতি কায়সার, সম্পাদক শাহরিয়াদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ডিবেটিং ক্লাবের ২০২২ কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। উর্দু বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. ইমরুল কায়সারকে সভাপতি ও অপরাধবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়াদ ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। 

আজ শনিবার সন্ধ্যায় হল ডিবেটিং ক্লাবের কক্ষে এই কমিটি ঘোষণা করা হয়। জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্‌লাল হোসেন ও ক্লাবের মডারেটর এফ এম তানভীর শাহ্‌রিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিকভাবে ঘোষিত ৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহকে সহসভাপতি ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু রায়হানকে ইংরেজি বিতর্কের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। 

কমিটি গঠনের আগে পদপ্রত্যাশী বিতার্কিকদের মধ্যে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। নির্বাচনী বিতর্ক শেষে বর্তমান কমিটির উপস্থিতিতে মডারেটর ও প্রাধ্যক্ষের সম্মতিক্রমে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। এই পূর্ণাঙ্গ কমিটি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে বলেও উল্লেখ করা হয়েছে। 

নবনির্বাচিত সভাপতি ইমরুল কায়সার আজকের পত্রিকাকে বলেন, ‘খুবই ভালো লাগছে। দায়িত্বের কথা মাথায় রেখে সামনের দিনগুলোতে জিয়া হল ডিবেটিং ক্লাবকে এমন একটি মাইল স্টোনে নিয়ে যেতে চাই; যেখান থেকে পরবর্তী নেতৃত্ব হল ক্লাবকে স্বর্ণযুগ উপহার দেবে, ইনশা আল্লাহ।’ 

নবীনদের বিতর্কে আগ্রহী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন শাহরিয়াদ ইসলাম। তিনি বলেন, ‘আমি আশা করি বর্তমান থেকে আরও বেশি শিক্ষার্থী ক্লাবে আসবে এবং তাঁদের নিজস্ব গুণাবলিকে বিকশিত করবে। জিয়া হল ডিবেটিং ক্লাব পূর্বের মতো আগামী দিনেও জয়ের স্বাক্ষর রেখে যাবে।’ 

ইংরেজি বিতর্কের আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘দীর্ঘ চার বছর জিয়া হল ডিবেটিং ক্লাবের সঙ্গে যুক্ত থেকে প্রতিযোগিতামূলক নির্বাচনে কনভেনর হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। দায়িত্ব নিয়ে সর্বাধিক অংশগ্রহণ করানো হবে আমার প্রথম কাজ। বিতর্ক যে খুবই বাস্তবমুখী ও প্রগতিশীল চর্চা, এর প্রতিফলন ঘটাতে চাই। ইনশা আল্লাহ, এভাবে জিয়া হল ডিবেটিং ক্লাব থেকে বেশ কিছু প্রতিভাবান ইংরেজি বিতার্কিক বের করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত