পাঠকবন্ধুর বর্ষপূর্তি উদ্যাপন
ইলিয়াস শান্ত, ঢাকা
ভালো কাজের চর্চা মানুষের মধ্যে তৈরি করে সুখানুভূতি। আর সেটিই জীবনের পাথেয়। এমন বার্তা নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল পাঠকবন্ধু। শুক্রবার (২ মে) বিকেল ৪টায় বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো, পাঠকের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ভালো কাজের অনুশীলন করা। পাঠকবন্ধু সেই প্রয়াসে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার উপসম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরীসহ ঢাকা মহানগরের পাঠকবন্ধুর সদস্যরা। সাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নানা ধরনের ধারণা নিয়ে কাজ করা যায়—কিছু আছে ঐতিহ্যগত, কিছু নতুনভাবে যুক্ত করা যায়। পাঁচজন মিলে পাঁচটি ভাবনা দিন। আমারটি না-ও গৃহীত হতে পারে, তরুণ কারোরটা হতে পারে। তর্ক, বিতর্ক, দ্বিমত—এসব থাকবে। তবে মত না মানলেও রাগ করা যাবে না। অন্যকে গ্রহণ করার মানসিকতাই বড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠকবন্ধুর প্রধান সংগঠক আব্দুর রাজ্জাক খান। তিনি বলেন, ‘পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতা, দক্ষতা ও সামাজিক কার্যক্রম—এই চারটি লক্ষ্য সামনে রেখে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এক বছরে আমরা সব ক্ষেত্র নিয়েই কাজ করেছি। আগামী দিনগুলোতেও নতুন নতুন উদ্যোগ নিয়ে আমাদের এগিয়ে চলা অব্যাহত থাকবে।’
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রদর্শন করা হয় বছরব্যাপী পাঠকবন্ধুর বিভিন্ন শাখার কার্যক্রম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। এতে সারা দেশের বন্ধুদের নানা ধরনের কর্মসূচির চিত্র স্থান পায়।
পাঠকবন্ধুর এই সফল পথচলার পেছনে রয়েছে একটি মূল লক্ষ্য—ভালো কাজের চর্চা এবং মানবিক সমাজ গঠন। আগামী দিনে এই সংগঠন আরও বৃহৎ ও সুসংগঠিত হবে—এমনটাই সবার প্রত্যাশা।
ভালো কাজের চর্চা মানুষের মধ্যে তৈরি করে সুখানুভূতি। আর সেটিই জীবনের পাথেয়। এমন বার্তা নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল পাঠকবন্ধু। শুক্রবার (২ মে) বিকেল ৪টায় বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো, পাঠকের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ভালো কাজের অনুশীলন করা। পাঠকবন্ধু সেই প্রয়াসে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার উপসম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরীসহ ঢাকা মহানগরের পাঠকবন্ধুর সদস্যরা। সাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নানা ধরনের ধারণা নিয়ে কাজ করা যায়—কিছু আছে ঐতিহ্যগত, কিছু নতুনভাবে যুক্ত করা যায়। পাঁচজন মিলে পাঁচটি ভাবনা দিন। আমারটি না-ও গৃহীত হতে পারে, তরুণ কারোরটা হতে পারে। তর্ক, বিতর্ক, দ্বিমত—এসব থাকবে। তবে মত না মানলেও রাগ করা যাবে না। অন্যকে গ্রহণ করার মানসিকতাই বড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠকবন্ধুর প্রধান সংগঠক আব্দুর রাজ্জাক খান। তিনি বলেন, ‘পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতা, দক্ষতা ও সামাজিক কার্যক্রম—এই চারটি লক্ষ্য সামনে রেখে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এক বছরে আমরা সব ক্ষেত্র নিয়েই কাজ করেছি। আগামী দিনগুলোতেও নতুন নতুন উদ্যোগ নিয়ে আমাদের এগিয়ে চলা অব্যাহত থাকবে।’
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রদর্শন করা হয় বছরব্যাপী পাঠকবন্ধুর বিভিন্ন শাখার কার্যক্রম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। এতে সারা দেশের বন্ধুদের নানা ধরনের কর্মসূচির চিত্র স্থান পায়।
পাঠকবন্ধুর এই সফল পথচলার পেছনে রয়েছে একটি মূল লক্ষ্য—ভালো কাজের চর্চা এবং মানবিক সমাজ গঠন। আগামী দিনে এই সংগঠন আরও বৃহৎ ও সুসংগঠিত হবে—এমনটাই সবার প্রত্যাশা।
বাড়ি ভাড়া নিয়ে পাঠদান পরিচালনা করা ১৬টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে না পারায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেলেখার জগতে যাঁরা প্রথম পা রাখেন, তাঁদের প্রথম প্রশ্নই থাকে, ভালো লেখে কীভাবে—তো এই প্রশ্নের উত্তর খোঁজেন অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে পাঠকবন্ধু। সংগঠনটি আয়োজন করেছে 'ভালো ফিচার লিখতে হলে' শীর্ষক অনলাইন কর্মশালার। ১ মে গুগল মিটে আয়োজিত এই
৭ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আনন্দ ভ্রমণ ২০২৫’। শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
৭ ঘণ্টা আগেপাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরা ২০ সংগঠককে সম্মাননা দেওয়া হয়েছে। বছরজুড়ে সারা দেশের বিভিন্ন শাখার সদস্যদের বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেরা সংগঠকদের হাতে সম্মাননা হিসেবে সনদ ও বই তুলে দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান।
১৬ ঘণ্টা আগে