শাহ বিলিয়া জুলফিকার
ইংরেজি ভাষায় প্রিপজিশনের সঠিক ব্যবহার প্রাঞ্জল ও সঠিক বাক্য রচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন noun, adjective বা participle-এর পরে কোন preposition বসবে তা সব সময় সহজে মনে রাখা যায় না। এই পর্বে আমরা দেখব কোন ধরনের শব্দের সঙ্গে কোন preposition সাধারণত ব্যবহার হয়।
৯. যে adjectives এবং participles-এর পরে of বসে: ইংরেজিতে কিছু adjective ও participle-এর পরে সর্বদা of ব্যবহৃত হয়, যা কোনো বিষয়, অবস্থা বা বস্তু সম্পর্কে সম্পর্ক বা সংযোগ নির্দেশ করে।
উদাহরণস্বরূপ: accused of (অভিযোগ প্রমাণিত), acquitted of (দোষমুক্ত), afraid of (ভীত), apprehensive of (উদ্বিগ্ন), aware of (সচেতন), bereft of (বঞ্চিত), cautious of (সতর্ক), certain of (নিশ্চিত), composed of (গঠিত), confident of (আত্মবিশ্বাসী), conscious of (সচেতন), convicted of (দোষী প্রমাণিত), deprived of (বঞ্চিত), desirous of (ইচ্ছুক), destitute of (দরিদ্র বা শূন্য), diffident of (আত্মবিশ্বাসহীন), distrustful of (অবিশ্বাসী), envious of (ইর্ষান্বিত), fearful of (ভীত), fond of (প্রিয়), guilty of (দোষী), ignorant of (অজ্ঞ), informed of (তথ্যযুক্ত), innocent of (নির্দোষ), negligent of (অবহেলাকারী)।
ব্যাখ্যা: of preposition মূলত noun বা adjective-এর সঙ্গে সরাসরি সম্পর্ক বা সংযোগ বোঝায়, যা বাক্যকে করে শুদ্ধ, প্রাঞ্জল ও অর্থবহ।
১০. যে adjectives এবং participles-এর পরে for বসে: কিছু adjective ও participle-এর পরে সর্বদা for ব্যবহৃত হয়, যা কোনো উদ্দেশ্য, প্রয়োজন বা উদ্দেশ্যপ্রাপ্ত বিষয় নির্দেশ করে।
উদাহরণস্বরূপ: anxious for (উদ্বিগ্ন বা আগ্রহী), celebrated for (কিছুর জন্য প্রসিদ্ধ), conspicuous for (স্পষ্ট বা দৃশ্যমানভাবে পরিচিত), customary for (প্রচলিত), designed for (কোনো উদ্দেশ্যে নির্মিত), destined for (নিশ্চিত বা ভাগ্য নির্ধারিত), eager for (উত্তেজিত বা আগ্রহী), eligible for (যোগ্য), eminent for (বিশিষ্ট), fit for (উপযুক্ত), good for (ভালো বা উপকারী), grateful for (কৃতজ্ঞ)।
ব্যাখ্যা: for preposition কোনো adjective বা participle-কে নির্দিষ্ট উদ্দেশ্য, প্রাপ্যতা বা প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত করে, যা বাক্যকে করে অর্থবহ ও প্রাঞ্জল।
আরও পড়ুন:
ইংরেজি ভাষায় প্রিপজিশনের সঠিক ব্যবহার প্রাঞ্জল ও সঠিক বাক্য রচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন noun, adjective বা participle-এর পরে কোন preposition বসবে তা সব সময় সহজে মনে রাখা যায় না। এই পর্বে আমরা দেখব কোন ধরনের শব্দের সঙ্গে কোন preposition সাধারণত ব্যবহার হয়।
৯. যে adjectives এবং participles-এর পরে of বসে: ইংরেজিতে কিছু adjective ও participle-এর পরে সর্বদা of ব্যবহৃত হয়, যা কোনো বিষয়, অবস্থা বা বস্তু সম্পর্কে সম্পর্ক বা সংযোগ নির্দেশ করে।
উদাহরণস্বরূপ: accused of (অভিযোগ প্রমাণিত), acquitted of (দোষমুক্ত), afraid of (ভীত), apprehensive of (উদ্বিগ্ন), aware of (সচেতন), bereft of (বঞ্চিত), cautious of (সতর্ক), certain of (নিশ্চিত), composed of (গঠিত), confident of (আত্মবিশ্বাসী), conscious of (সচেতন), convicted of (দোষী প্রমাণিত), deprived of (বঞ্চিত), desirous of (ইচ্ছুক), destitute of (দরিদ্র বা শূন্য), diffident of (আত্মবিশ্বাসহীন), distrustful of (অবিশ্বাসী), envious of (ইর্ষান্বিত), fearful of (ভীত), fond of (প্রিয়), guilty of (দোষী), ignorant of (অজ্ঞ), informed of (তথ্যযুক্ত), innocent of (নির্দোষ), negligent of (অবহেলাকারী)।
ব্যাখ্যা: of preposition মূলত noun বা adjective-এর সঙ্গে সরাসরি সম্পর্ক বা সংযোগ বোঝায়, যা বাক্যকে করে শুদ্ধ, প্রাঞ্জল ও অর্থবহ।
১০. যে adjectives এবং participles-এর পরে for বসে: কিছু adjective ও participle-এর পরে সর্বদা for ব্যবহৃত হয়, যা কোনো উদ্দেশ্য, প্রয়োজন বা উদ্দেশ্যপ্রাপ্ত বিষয় নির্দেশ করে।
উদাহরণস্বরূপ: anxious for (উদ্বিগ্ন বা আগ্রহী), celebrated for (কিছুর জন্য প্রসিদ্ধ), conspicuous for (স্পষ্ট বা দৃশ্যমানভাবে পরিচিত), customary for (প্রচলিত), designed for (কোনো উদ্দেশ্যে নির্মিত), destined for (নিশ্চিত বা ভাগ্য নির্ধারিত), eager for (উত্তেজিত বা আগ্রহী), eligible for (যোগ্য), eminent for (বিশিষ্ট), fit for (উপযুক্ত), good for (ভালো বা উপকারী), grateful for (কৃতজ্ঞ)।
ব্যাখ্যা: for preposition কোনো adjective বা participle-কে নির্দিষ্ট উদ্দেশ্য, প্রাপ্যতা বা প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত করে, যা বাক্যকে করে অর্থবহ ও প্রাঞ্জল।
আরও পড়ুন:
সম্প্রতি চীনে উচ্চশিক্ষার ভর্তিপ্রক্রিয়ায় চায়না স্কলাস্টিক কমপিটেনসি অ্যাসেসমেন্ট (সিএসসিএ) নামে নতুন পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। ২০২৬ সাল থেকে চীনের ৩০০টির বেশি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের ভর্তি হতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আবশ্যিক করা হয়েছে।
২৯ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়ই একাডেমিক প্রেজেন্টেশন দিতে হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ বিষয়ে উদ্বিগ্ন হন বেশি। ভালো প্রেজেন্টেশন করার জন্য নিচের ছয়টি দিক বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
৩৮ মিনিট আগেআজ মঙ্গলবার সন্ধ্যায় ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগেস্বাস্থ্যগত কারণ দেখিয়ে অব্যাহতি চাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে