Ajker Patrika

শিক্ষার্থীদের জন্য ৬টি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন টিপস

শিক্ষা ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়ই একাডেমিক প্রেজেন্টেশন দিতে হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ বিষয়ে উদ্বিগ্ন হন বেশি। ভালো প্রেজেন্টেশন করার জন্য নিচের ছয়টি দিক বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

আত্মবিশ্বাস

একাডেমিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রায়ই বিচলিত হন। প্রথমেই দরকার উদ্বেগ কাটিয়ে ওঠা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা যে ‘আমি পারব’। এর জন্য ধৈর্য ও নিয়মিত অনুশীলন অপরিহার্য। শিক্ষার্থীরা ছোট গ্রুপে প্রেজেন্টেশনের অনুশীলন করতে পারেন। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ভালো প্রেজেন্টেশনের রেকর্ডেড ভিডিও (যেমন ইউটিউব থেকে) দেখে নিজেই অনুশীলন করলে আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায়।

প্রেজেন্টেশনের পোশাক

মার্জিত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক আত্মবিশ্বাস বাড়ায় এবং শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে। ফরমাল পোশাক পরা সবচেয়ে উপযুক্ত। অতি রঙিন বা উজ্জ্বল পোশাক যেমন লাল, কালো, গোলাপি বা হলুদ এড়ানো ভালো। ছেলে-মেয়ে—উভয়ের ক্ষেত্রে হালকা রঙের, যেমন সাদা বা অফ হোয়াইট পোশাক প্রাধান্য দেওয়া উচিত। এ ছাড়া আবহাওয়া ও সময়কাল বিবেচনা করে পোশাক নির্বাচন করা জরুরি।

ভাষা

প্রেজেন্টেশনে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বাংলা, ইংরেজি বা মিক্সড হতে পারে। মূল বিষয় হলো প্রেজেন্টেশনটি কতটা সুসংগঠিত ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক কনফারেন্স বা পেপার প্রেজেন্টেশনের ক্ষেত্রে সহজ, সাবলীল ইংরেজি ব্যবহার করতে হবে। ভুল ইংরেজি ব্যবহার প্রেজেন্টেটরকে নার্ভাস করতে পারে এবং শ্রোতাদের বিরক্ত করতে পারে। তাই ভাষা নির্বাচনের সময় বিষয়বস্তু ও শ্রোতার ধরন বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

স্ট্যান্ডার্ড স্লাইড প্রস্তুতি

ভালো প্রেজেন্টেশনের জন্য মানসম্মত স্লাইড তৈরি করা অপরিহার্য। স্লাইডে মূল বিষয়গুলো সুসংগঠিতভাবে উপস্থাপন করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ ও স্টাইল, স্লাইড নম্বর ইত্যাদি বিবেচনা করে প্রেজেন্টেশন তৈরি করলে এটি আরও প্রভাবশালী হয়।

প্রেজেন্টেশন গ্রামার

প্রেজেন্টেশন গ্রামার মানে হলো আই কনটাক্ট, মুভমেন্ট, উচ্চারণ, বডি ল্যাঙ্গুয়েজ, ভারবাল ও নন-ভারবাল কিউজ, শ্রোতার সঙ্গে কথোপকথন, প্রশ্নোত্তর পর্ব ইত্যাদি ব্যবহার করা। অনেকে প্রেজেন্টেশনের সময় শুধু চিরকুট বা ল্যাপটপ থেকে রিডিং করেন, অথবা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন, এটি দুর্বলতার ইঙ্গিত দেয়। প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী থাকলে প্রেজেন্টেশন মনোমুগ্ধকর হয়।

সময়ের প্রতি গুরুত্ব

প্রেজেন্টেশনের নির্ধারিত বিষয় নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। সময়মতো শেষ করতে হলে নিয়মিত অনুশীলন জরুরি।

সর্বোপরি, শিক্ষার্থীর উচিত তাঁর প্রেজেন্টেশনের বিষয় ভালোভাবে প্রস্তুত করা। আপডেট তথ্য, পরিসংখ্যান এবং বাস্তব উদাহরণ সংযুক্ত করলে প্রেজেন্টেশন আরও প্রভাবশালী হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত