Ajker Patrika

দক্ষ জনশক্তি তৈরিতে একসঙ্গে কাজ করবে ইউএনডিপি ও ইউএপি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২২: ৫৬
দক্ষ জনশক্তি তৈরিতে একসঙ্গে কাজ করবে ইউএনডিপি ও ইউএপি

দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অর্থনৈতিক সুযোগের জন্য প্রস্তুত করতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউএনডিপি বাংলাদেশ এবং গ্রামীণফোন লিমিটেড যৌথভাবে কাজ করবে। তাদের উদ্যোগে ‘ফিউচারনেশন’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে ৩০ অক্টোবর ২০২৪ এমপ্লয়বিলিটি মাস্টারক্লাস এবং স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায় ও ইউএপি ট্রাস্টিজের সদস্য আলমজেব ফরজাদ আহমেদ।

মাস্টারক্লাসটি পরিচালনা করেন গ্রামীণফোনের কমিউনিকেশনের প্রধান শরফুদ্দিন আহমেদ চৌধুরী, যেখানে প্রায় ২৮০ জন শিক্ষার্থী অংশ নেন।

এ ছাড়াও অনুষ্ঠানে ২০০ ছাত্রকে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ এবং ৮০ জন ছাত্র ফ্রন্টিয়ার টেক স্কলারশিপ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্থপতি মাহবুবা হক বলেন, ফিউচারনেশন এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এই অংশীদারিত্ব কেবল শিক্ষাগত অভিজ্ঞতাই বাড়াবে না বরং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগকর্তারা যে দক্ষতার সন্ধান করছেন তার সঙ্গে এটিকে একত্রিত করবে। এ ছাড়াও, তিনি শিক্ষার্থীদের তাদের দক্ষতা বিকাশের মাধ্যমে এবং ফিউচারেশন যে সুযোগগুলি দেয় তা কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান ব্যাপক কর্মসংস্থান প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা একাডেমিক জ্ঞান এবং কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারে। তিনি ইউএপির স্নাতকদেরও প্রশংসা করে বলেন, তারা নিজেদের প্রমাণ করে চলেছেন, যা তাদের কর্মজীবনে প্রতিফলিত।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক স্থপতি জিয়াউল ইসলাম, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত