Ajker Patrika

বশেফমুবিপ্রবিতে স্নাতক ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৮ পরীক্ষার্থী

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বশেফমুবিপ্রবিতে স্নাতক ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৮ পরীক্ষার্থী

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ৮ হাজার ৬৮৭ জন ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৩৮ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল শনিবার বিকেলে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য ও সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হ‌ুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে। এতে বিজ্ঞান, প্রকৌশল, জীব ও কৃষি অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২২৮ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৮ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। তিনটির মধ্যে ‘এ’ ইউনিটে ১৫০ টি, ‘বি’ ইউনিটে ২৭ টি, ‘সি’ ইউনিটে ২৭টি ও বাকি ২৪টি কোটায় আসন রয়েছে।

ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ‘এ’ ইউনিটে আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ৭১৮ টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২৭৮টি ও ‘সি’ ইউনিটে ৬৯৩ টি।

এ বিষয়ে মো. হ‌ুমায়ূন কবির বলেন, ভর্তি আবেদনের সময় শেষ হয়েছে। ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন ৮ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন শুরু হয়। আবেদনের সময়সীমা গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত