Ajker Patrika

ঢাবিতে ভর্তি পরীক্ষা: তিন ইউনিটে আসন প্রতি ৪২ পরীক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
ঢাবিতে ভর্তি পরীক্ষা: তিন ইউনিটে আসন প্রতি ৪২ পরীক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ ভর্তি পরীক্ষায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে মোট ১ লাখ ২২ হাজার ২৭৯টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪২ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের প্রধান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ২৭৯ জন আবেদন করেছেন, পেমেন্টের জটিলতায় বেশ কয়েকজনের তথ্য এখনো যুক্ত হয়নি। সংখ্যা হয়তো কিছুটা বাড়বে।’

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান জানান, আজ শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। বাকি বিশ্ববিদ্যালয়গুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আজ বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গত ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা ছিল। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এমসিকিউ ও লিখিত দুটি পদ্ধতিতে পরীক্ষা হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ, ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। উভয়ের জন্য ৪৫ মিনিট করে বরাদ্দ থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত