Ajker Patrika

জবিতে ১৯২ আসন ফাঁকা রেখে প্রথম বর্ষের ক্লাস শুরু

জবি প্রতিনিধি
জবিতে ১৯২ আসন ফাঁকা রেখে প্রথম বর্ষের ক্লাস শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিবিএ এবং স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ১৯২ আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার বিবিএ এবং স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। সকাল থেকেই নতুনদের আগমনে মুখরিত ছিল ক্যাম্পাস। বিভাগগুলো ফুল দিয়ে নবীনদের বরণ করে নেওয়ার আয়োজন করে। 

সর্বশেষ গতকাল ২১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির নবম মেধাতালিকা প্রকাশ করা হয়। এ মেধা তালিকায় এ ইউনিটে ১৬৯টি আসন, বি ইউনিটে ২১টি আসন এবং (বিবিএ) সি ইউনিটে দুটি আসনসহ সর্বমোট ১৯২টি আসন ফাঁকা থাকা অবস্থায়ই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়। নবম মেধাতালিকায় স্থান পাওয়া সবাইকে ২২ ও ২৩ জানুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে। 

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। অনলাইনে আবেদন চলে ২৭ অক্টোবর পর্যন্ত। পরবর্তীতে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আসন পূরণের লক্ষ্যে ধাপে ধাপে ৯টি মেধাতালিকা প্রকাশ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত