Ajker Patrika

হাবিপ্রবিতে আইটি ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
হাবিপ্রবিতে আইটি ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ ইনোভেশন ফোরাম কর্তৃক আইটি ক্যারিয়ারবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার হাবিপ্রবির ২ নম্বর অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অধ্যাপক মো. মেহেদী ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন ক্যারিয়ার অ্যাডভাইজার সার্ভিসের ডিরেক্টর ড. এন. এইচ. এম রুবেল মজুমদার। 

সেমিনারে আইটি ক্যারিয়ার বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের সিইও আরিফুল হাসান অপু, ব্রেইন স্টেশনের প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, টিচ টেরিন আইটি লিমিটেডের ডিরেক্টর আনিসুল হক ভূঁইয়া, রাইসআপ ল্যাবসের সিইও এরশাদুল হক এবং স্কিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সিইও মো. সাহাদাত হোসেন রিয়াদ। 

সেমিনারে সমাপনী বক্তব্য দেন সেমিনারের সভাপতি ড. এম. এন. এইচ রুবেল মজুমদার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত