Ajker Patrika

ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্সে ভর্তির খুঁটিনাটি

শিক্ষা ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেনজেন আওতাভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ফিনল্যান্ড। ইউরোপ মহাদেশের দেশগুলোর মধ্যে বিভিন্ন কারণে এদেশ বিখ্যাত। ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ায় এটি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আগ্রহের শীর্ষে রয়েছে। ফিনল্যান্ডের ভোকেশনাল কোর্সগুলো শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করে। যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করে থাকেন।

ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্স কী এবং কেন করবেন

ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্স হলো একটি প্রশিক্ষণমূলক প্রোগ্রাম, যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করে। এটি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে; যেমন টেকনোলজি, নির্মাণ, গ্রাফিক ডিজাইন, সেবা খাত ইত্যাদিতে শিক্ষার্থীদের প্রস্তুত করে। ভোকেশনাল কোর্স ফিনল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়। কারণ, এটি তাৎক্ষণিকভাবে চাকরির বাজারের চাহিদা পূরণে সহায়তা করে। শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের মাধ্যমে দ্রুত কর্মসংস্থান লাভ

করতে পারেন।

জনপ্রিয় কোর্সসমূহ

  • টেকনোলজি ও ইনফরমেশন সিস্টেম: কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ডেভেলপমেন্ট।
  • গ্রাফিক ডিজাইন ও মিডিয়া: ডিজিটাল আর্ট, ভিডিও প্রোডাকশন।
  • নির্মাণ: আর্কিটেকচার, বিল্ডিং কনস্ট্রাকশন।
  • স্বাস্থ্যসেবা: নার্সিং, মেডিকেল সায়েন্স।
  • সেবা খাত: হোটেল ম্যানেজমেন্ট, কুকিং, ট্যুরিজম।

যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র

মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক (ইউএস/ ইউকে/ বাংলাদেশের সমমান) পরীক্ষায় উত্তীর্ণ, ইংরেজি ভাষায় প্রমিত দক্ষতা (IELTS/ TOEFL স্কোর), ফিনল্যান্ডে শিক্ষার্থী হিসেবে ভ্রমণের জন্য যথাযথ ভিসা।

প্রয়োজনীয় নথিপত্র

  • আবেদনপত্র
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সনদপত্র ও মার্কশিটের কপি
  • ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র (IELTS/ TOEFL)
  • পাসপোর্টের কপি
  • ছবি
  • আবেদন ফির প্রমাণপত্র (যদি লাগে)

আবেদন যেভাবে করবেন

ভোকেশনাল কোর্সে ভর্তি হতে হলে, প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপ্রক্রিয়া সাধারণত অনলাইনে সম্পন্ন হয়। কিছু প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করে, আর কিছু প্রতিষ্ঠান সরাসরি ভর্তি গ্রহণ করে।

ভিসার জন্য আবেদন

ফিনল্যান্ডে শিক্ষার্থীদের জন্য ভিসার প্রয়োজন হয়। এর জন্য ফিনল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রমাণ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

ভিসার প্রয়োজনীয় কাগজপত্র

  • ভর্তি ও টিউশন ফি জমা দেওয়ার প্রমাণপত্র
  • পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা)
  • ব্যাংক স্টেটমেন্ট (ফিনল্যান্ডে শিক্ষার্থী হিসেবে থাকতে প্রয়োজনীয় অর্থের প্রমাণ)
  • বাসস্থানের বিবরণ
  • ভ্রমণবিমা কভারেজ
  • দুটি ছবি

অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং ইন্টারভিউ

ভিসার আবেদনপ্রক্রিয়া শুরু করার পর আপনাকে ফিনল্যান্ড কনস্যুলেট অথবা দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। ইন্টারভিউয়ের জন্য আপনাকে যেসব প্রশ্ন করা হতে পারে, তা নিয়ে প্রস্তুত থাকতে হবে। সাধারণত ফিনল্যান্ডের দূতাবাস একটি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীর পরিকল্পনা, উদ্দেশ্য ও নথিপত্র যাচাই করে।

ভিসা ফি ও ভিসাপ্রাপ্তি

ফিনল্যান্ডে শিক্ষার্থীদের জন্য সাধারণ ভিসা ফি প্রযোজ্য, যা সাধারণত ৮০ ইউরো থেকে ৯০ ইউরোর মধ্যে হতে পারে। ভিসাপ্রাপ্তির জন্য সাধারণত ১৫-২০ দিন সময় লাগে, তবে সঠিক সময় নির্ভর করে দূতাবাসের চাপ ও মৌসুম অনুযায়ী। ফিনল্যান্ডের ভোকেশনাল কোর্স আন্তর্জাতিক মানের শিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে ক্যারিয়ারকে অনেক এগিয়ে নিতে সহায়ক হতে পারে।

সূত্র: ওপয়েন্টোপলকি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত