তাসনুভা চৌধুরী
⬤ সব সময় প্রতিটি শব্দের বানান নির্ভুলভাবে লিখে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। শব্দের বানান নিয়ে কোনো সন্দেহ হলে, সে ক্ষেত্রে শব্দটি এড়িয়ে যাবে এবং এর বদলে নিশ্চিত থাকা কোনো সমার্থক শব্দ ব্যবহার করবে।
⬤ একই পৃষ্ঠায় দুটি প্রশ্ন লেখার ক্ষেত্রে উভয় প্রশ্নের মাঝে কিছু জায়গা ফাঁকা রাখতে হবে। এতে পরীক্ষকের পড়তে ও বুঝতে সুবিধা হয়। পাশাপাশি খাতার উপস্থাপনও দৃষ্টিনন্দন হয়ে ওঠে।
⬤ লেখার সময় প্রতিটি অক্ষর স্পষ্ট করে লিখতে হবে যেন সহজেই পড়া যায়। হাতের লেখা যথাসাধ্য সুন্দর রাখতে হবে।
⬤ খাতার একটি পৃষ্ঠায় একেবারে শেষ পর্যন্ত না লিখে নিচের দিকে এক ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখা উচিত।
⬤ বাংলায় লিখিত উত্তরের ক্ষেত্রে ‘১নং প্রশ্নের উত্তর’ এবং ইংরেজিতে লিখিত উত্তরের ক্ষেত্রে ‘Answer to the question no. 1’ লিখবে।
⬤ ভুল করে যদি কোনো পৃষ্ঠা রেখে পরের পৃষ্ঠায় লিখে ফেল, তাহলে ফাঁকা পৃষ্ঠার নিচ দিকের ডান পাশে Please turn over এর সংক্ষিপ্ত রূপ (pto.) লিখে দিতে হবে।
⬤ মার্জিনের ওপর রাফ করা ঠিক নয়।
⬤ উত্তর দেওয়ার ক্ষেত্রে ‘ভূমিকা, প্রসঙ্গ ও উপসংহার’—আলাদা প্যারা করে লিখুন।
⬤ চিত্র সব সময় পেনসিল দিয়ে আঁকা উচিত।
⬤ প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় নির্ধারণ করে রাখা ভালো। এর মধ্য দিয়ে সময় নিয়ে ঠান্ডা মাথায় লেখা সহজ হবে এবং খাতায় অহেতুক কাটাকাটি করার সম্ভাবনাও কমে যাবে। আর কোনো শব্দ নিতান্তই কাটতে হলে, সে ক্ষেত্রে এক দাগে কেটে দিতে হবে।
⬤ লেখার সময় লাইন আঁকাবাঁকা না হওয়াই ভালো। পাশাপাশি লেখার সময় অক্ষরের আকার পুরো খাতায় সমান রাখা উচিত। কোনো পৃষ্ঠায় বড়, আবার কোনো পৃষ্ঠায় ছোট আকারের লেখা দেখতে মোটেও ভালো লাগবে না।
⬤ লেখার সময় প্রতিটি শব্দ ও লাইনের মাঝে সমপরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে খাতার উপস্থাপন সুন্দর হয়।
⬤ সব সময় প্রতিটি শব্দের বানান নির্ভুলভাবে লিখে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। শব্দের বানান নিয়ে কোনো সন্দেহ হলে, সে ক্ষেত্রে শব্দটি এড়িয়ে যাবে এবং এর বদলে নিশ্চিত থাকা কোনো সমার্থক শব্দ ব্যবহার করবে।
⬤ একই পৃষ্ঠায় দুটি প্রশ্ন লেখার ক্ষেত্রে উভয় প্রশ্নের মাঝে কিছু জায়গা ফাঁকা রাখতে হবে। এতে পরীক্ষকের পড়তে ও বুঝতে সুবিধা হয়। পাশাপাশি খাতার উপস্থাপনও দৃষ্টিনন্দন হয়ে ওঠে।
⬤ লেখার সময় প্রতিটি অক্ষর স্পষ্ট করে লিখতে হবে যেন সহজেই পড়া যায়। হাতের লেখা যথাসাধ্য সুন্দর রাখতে হবে।
⬤ খাতার একটি পৃষ্ঠায় একেবারে শেষ পর্যন্ত না লিখে নিচের দিকে এক ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখা উচিত।
⬤ বাংলায় লিখিত উত্তরের ক্ষেত্রে ‘১নং প্রশ্নের উত্তর’ এবং ইংরেজিতে লিখিত উত্তরের ক্ষেত্রে ‘Answer to the question no. 1’ লিখবে।
⬤ ভুল করে যদি কোনো পৃষ্ঠা রেখে পরের পৃষ্ঠায় লিখে ফেল, তাহলে ফাঁকা পৃষ্ঠার নিচ দিকের ডান পাশে Please turn over এর সংক্ষিপ্ত রূপ (pto.) লিখে দিতে হবে।
⬤ মার্জিনের ওপর রাফ করা ঠিক নয়।
⬤ উত্তর দেওয়ার ক্ষেত্রে ‘ভূমিকা, প্রসঙ্গ ও উপসংহার’—আলাদা প্যারা করে লিখুন।
⬤ চিত্র সব সময় পেনসিল দিয়ে আঁকা উচিত।
⬤ প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় নির্ধারণ করে রাখা ভালো। এর মধ্য দিয়ে সময় নিয়ে ঠান্ডা মাথায় লেখা সহজ হবে এবং খাতায় অহেতুক কাটাকাটি করার সম্ভাবনাও কমে যাবে। আর কোনো শব্দ নিতান্তই কাটতে হলে, সে ক্ষেত্রে এক দাগে কেটে দিতে হবে।
⬤ লেখার সময় লাইন আঁকাবাঁকা না হওয়াই ভালো। পাশাপাশি লেখার সময় অক্ষরের আকার পুরো খাতায় সমান রাখা উচিত। কোনো পৃষ্ঠায় বড়, আবার কোনো পৃষ্ঠায় ছোট আকারের লেখা দেখতে মোটেও ভালো লাগবে না।
⬤ লেখার সময় প্রতিটি শব্দ ও লাইনের মাঝে সমপরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে খাতার উপস্থাপন সুন্দর হয়।
‘বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব ২০২৫’। এই উৎসবে আইইউবি থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটার, তীরন্দাজ রেপার্টরি, বটতলা থিয়েটারসহ মোট চারটি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্
২১ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির
১ দিন আগেরাজধানীর অভিজাত গুলশান ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫।
২ দিন আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
২ দিন আগে