Ajker Patrika

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনের নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষার সব অঞ্চলের উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

গত ২ ডিসেম্বর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রোববার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

এর আগে গত ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরুর আগে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া দেয়। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

শিক্ষা মন্ত্রণালয়ের গত ১১ নভেম্বরের চিঠিতে বলা হয়, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন সংক্রান্ত কমিটির চতুর্থ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত ৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়। এরপর গত ১০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাদককে না বলার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত