Ajker Patrika

এমবিবিএস চূড়ান্ত পরীক্ষা স্থগিত

এমবিবিএস চূড়ান্ত পরীক্ষা স্থগিত

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। সংক্রমণ বাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলেজের পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি-২০২১ চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

শনিবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ এপ্রিল (রোববার) থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরবর্তীতে স্থগিত পরীক্ষার সূচি জানানো হবে।

 

তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে-২০২০ এবং নভেম্বর-২০২০ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চলবে।

 

প্রসঙ্গত করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত