Ajker Patrika

ভালোভাবে প্রস্তুতি নিতে হবে

জান্নাত শামীম স্বর্ণা
ভালোভাবে প্রস্তুতি নিতে হবে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভর্তিযুদ্ধ যেন এক মহাযুদ্ধ। এই একটি মাত্র পরীক্ষার ওপর ভিত্তি করে জীবনের মোড় অনেকটাই ঘুরে যেতে পারে।

এ বছর করোনাকালে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছেন। কারণ, মাঝখানে ছিল বিশাল একটা গ্যাপ। তবে এখন ভর্তি পরীক্ষার পূর্বমুহূর্ত। ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়েও গেছে। যেগুলো বাকি আছে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বেশ মনোযোগ দিয়ে শেষ প্রস্তুতি নিতে হবে। যতটা সম্ভব সময় নষ্ট না করে পড়ার টেবিলে সময় দিতে হবে। পরিবার, বন্ধুবান্ধব, অনুষ্ঠান সবকিছু থেকে কিছুদিনের জন্য নিজেকে গুটিয়ে নিতে হবে।

শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী, ওই বিশ্ববিদ্যালয়ের বিগত কয়েক বছরের প্রশ্ন অনুশীলন করতে পারেন। কিছু বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন কিছুটা আলাদা হয়। তাই বিগত বছরের প্রশ্ন অনুশীলন করতে পারলে এ বিষয়টি সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হয়ে যাবে।

ইংরেজি
ইংরেজি নিয়ে বেশির ভাগ শিক্ষার্থী সমস্যায় পড়েন। তাই এ বিষয়ের ওপর বেশি জোর দিতে হবে। ভোকাবলারি প্রতিদিন অনুশীলন করতে হবে। গ্রামার অংশটাও নিয়মিত দেখতে হবে। ইংরেজি বেসিক গ্রামারের জন্য ব্যারনস টোফেল আর ক্লিফস টোফেলের বই দুটো অনুসরণ করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।

বাংলা
বাংলার ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের পাঠ্যবই ও নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইটি পড়তে হবে।

সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দুটো ভাগ আছে, পরিবর্তনশীল (সাম্প্রতিক) ও অপরিবর্তনীয়। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য পরীক্ষার আগের কয়েক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখা যেতে পারে। এ ছাড়া সাম্প্রতিক তথ্য নিয়ে অনেক ধরনের বই বাজারে আছে– এগুলোতে চোখ বোলানো যেতে পারে। আর অপরিবর্তনীয় সাধারণ জ্ঞান অংশ বাজারের ভালো কোনো বই দেখে নিলেই হবে।

সর্বশেষ কথা হলো, সময়ানুবর্তিতার সঙ্গে পড়াশোনা করতে হবে। এক দিন পড়ে সব শেষ করে ফেলব–এমন মনোভাব রাখা যাবে না। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। আত্মবিশ্বাস হারালে চলবে না। এই মহামারি পরিস্থিতির মধ্যে নিজের শরীরের যত্ন নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ অসুস্থ হয়ে পড়লে সব পরিশ্রমই বৃথা যাবে। তাই সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।

জান্নাত শামীম স্বর্ণা, মেধাতালিকায় প্রথম (মেয়েদের মধ্যে), ইউনিট -এফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০১৫-১৬ শিক্ষাবর্ষ)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত