Ajker Patrika

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ‘মির্জা মেহদি ইস্পাহানি ভবন’ উদ্বোধন

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ‘মির্জা মেহদি ইস্পাহানি ভবন’ উদ্বোধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ‘মির্জা মেহদি ইস্পাহানি ভবন’ উদ্বোধন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় এ ভবন উদ্বোধন করা হয়। 

আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। এ ছাড়া অত্র ভবনের পরিকল্পনা ও নকশাবিদ এবং চট্টগ্রাম গ্রামার স্কুলের পরিচালক শেরীন ইস্পাহানি নবনির্মিত ভবনে ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র’ উদ্বোধন করেন। 

এ উপলক্ষে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পি এইচ পি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি মিয়া মো. আব্দুর রহিম, ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ এ এন এম সরওয়ার আলম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সিদ্দিকী, এলাকার কাউন্সিলর মোর্শেদ আলী, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সদস্যসচিব লেঃ কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব:), প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইস্পাহানি শিল্পগোষ্ঠী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকবৃন্দ, ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রেস ও মিডিয়ার ঊর্ধ্বতন প্রতিনিধিসহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মির্জা সালমান ইস্পাহানি। সভাপতি দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও বিজ্ঞানাগারের মূল্যবান সামগ্রী অনুদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইস্পাহানি গ্রুপ সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। যাদের অক্লান্ত পরিশ্রমে এই নবনির্মিত ভবন; তাদের সবাইকে ধন্যবাদ জানান। 

‘শিশুরা আলোকিত মানুষ হবে এবং সত্য সুন্দর কল্যাণের পথ ধরে জীবনের সফলতাকে খুঁজে নেবে’ এরূপ স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় ইস্পাহানি শিল্পগোষ্ঠীর তৎকালীন কর্ণধার মির্জা আহমেদ ইস্পাহানির উদ্যোগে ১৯৭৯ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সার্বিক ও সর্বোত্তম বিকাশের জন্য ইস্পাহানি সব সময় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে। শিক্ষার্থীর মননশীলতা বিকাশের বহুমাত্রিক সহশিক্ষা কার্যক্রম চারটি হাউসের আওতায় বারোটি ক্লাবের মাধ্যমে পরিচালিত হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত