Ajker Patrika

বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তায় চবি শিক্ষার্থীরা, বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি

প্রতিনিধি
বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তায় চবি শিক্ষার্থীরা, বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি

চবি: গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন পরীক্ষা দিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। লকডাউনের ঘোষণা আসার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত না করায় বাড়িতে যেতে পারেননি অনেক শিক্ষার্থী। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা শুধুমাত্র ঢাকায় পৌঁছে দেবে।

চবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (৩০ জুন) পর্যন্ত পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচিতে অনুষ্ঠিত হবে। আর এতে করে বিপাকে পড়েন নৃবিজ্ঞান, সংস্কৃত, রাজনীতি বিজ্ঞান, বাংলা, ফার্সী, ফিন্যান্সসহ ২৭-৩০ জুনের মধ্যে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা।

ময়মনসিংহ থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাখখারুল ইসলাম ভূইয়া টিটু জানান, এখানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের সব প্রান্তের শিক্ষার্থীরা পড়েন। কর্তৃপক্ষ যদি ঢাকায় পৌঁছে দেন তাহলে দেশের অন্য প্রান্তের শিক্ষার্থীরা ঢাকা থেকে কীভাবে যাবেন?

তিনি আরও বলেন, `কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ নিজস্ব বাস সার্ভিসের মাধ্যমে তাঁদের শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দিচ্ছে। এখন এই লকডাউনের মধ্যে আমাদের নিরাপদে নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানবিক কর্তব্য বলে আমি মনে করি।'

শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, `আমার বাড়ি পঞ্চগড়। আমি ঢাকা থেকে এই লকডাউনে কীভাবে যাব? '

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া সম্ভব না। বিষয়টি প্রক্টর অফিস তদারকি করবে। যারা ঢাকা যেতে ইচ্ছুক, তাঁরা প্রক্টরের সঙ্গে যোগাযোগ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে কড়াকড়ি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

এলাকার খবর
Loading...